আমাদের কথা খুঁজে নিন

   

গরুর দুধে কি এ্যানথ্রাক্স ছড়ায় ?????

সত্য বলার সাহস, কিন্তু তা হজম করার সাহস ক্য় জনের আছে তা জানি না .।

প্রতিবার ঈদের নামাজ পড়তে যাই .... মায়ের হাতে ঘন দুধে রান্না করা লাচ্ছা সেমাই খেয়ে। এবার ও তাই প্ল্যান ছিলো .... প্রতিবার যাই এটা যেমন একটা ব্যাপার এবারো তাই প্ল্যান করার, তার চাইতে বেশি আমার মায়ের হাতের সেমাই এর অসাধারণ স্বাদ। কিন্তু এবার আমার মা ই সেমাই রান্না করতে কিছুটা দ্বিধাগ্রস্থ। এ্যানথ্রাক্স আবার গরুর দুধে ছড়ায় না তো ??? একটা সমবায় কোম্পানির প্যাকেটজাত দুধ তো সিরাজগন্জ বা এ্যানথ্রাক্স আক্রান্ত এলাকা থেকেই আসে ???? আমার ভয় হয় না ... গত ২৮ দিন যাবৎ খেয়ে আসছি .. কিছু যখন হয়নি ..ধরে নেয়া যায় বাকি ১ - ২ দিনে কিছু হবে না। কষ্ট হচ্ছে পাড়ার কসাই এর জন্যে .. আগে মাংস কিনতে গেলে তার ভাব আর মাংসের দামের কাছে পাত্তা পাওয়া যেতো না .. এখন অসহায়ের মতন চেয়ে থাকে ..


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।