আমাদের কথা খুঁজে নিন

   

এখনও হ্রদয়ে বেজে ওঠে..

গুনাহগার, অযোগ্য, অধম...

দল বেঁধে সব করছে খেলা, গাইছে হেসে হেসে, বাড়ির পথে হাঁটেন রাসূল, ঈদের নামাজ শেষে । দ্যাখেন সবাই আনন্দে উচ্ছল, শুধু একটি ছেলে, পথের ধারে, চোখ দুটো ছলছল। থমকে দাঁড়ান দয়ার নবী, অন্তরে পান ব্যাথা, প্রশ্ন করেন কাঁদছো ক্যান পথের কিনার ঘেষে? যুদ্ধে আমার আব্বু শহীদ, আম্মু ও নেই বেঁচে, ক্যামন করে আনবো হাসি, দূ:খ নদী সেঁচে। কেউতো আমায় আদর করে দ্যায়নি আতর মেখে, আমার সাথে কেউ খ্যালেনা, লাল জামা নেই দেখে। থমকে দাঁড়ান দয়ার নবী, অন্তরে পান ব্যাথা, কল্পনাতে নিজের জীবন ছবি উঠে ভেসে। ছোট বুকে কষ্ট আহা কি যে, ভাবতে গিয়ে, নবীর চোখ ও, অশ্রুতে যায় ভিজে। আজকে থেকে আব্বু আমি, আয়েশা তোমার মা, রইলোনা আর সেই ছেলেটির দূ:খ অবশেষে। রইলোনা আর সেই ছেলেটির দূ:খ অবশেষে। (ছোটবেলার খুব প্রিয় একটা গান, ঈদ আসলেই মনে পড়ে)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.