আমাদের কথা খুঁজে নিন

   

মহাসেনের কাছে নাংটা চিঠি

ঘুমিয়ে থাকা বিবেকের জাগ্রত সত্ত্বা ১৫ মে ২০১৩ বরাবর সমুদ্র পরিভ্রমণাঞ্চল দক্ষিন-উত্তর বঙ্গোপসাগর- বিষয়: ভ্রমণ বিষয়ক চুড়ান্ত প্রতিবেদন দাখিলের আবেদন জনাব/জনাবা মহাসেন --- পর সংবাদ এই যে আফনি জনাব/জনাবা মহাসেন আশা করি ভাল আছেন। আমরাও কমতি নেই। আমরা রাডার মারফত জানতে পারলুম যে আফনি খুব শিগগির আমাগো সাথে দেখা কইরার অছিলায় বাংলাদেশ পরিভ্রমণে আসছেন। হুইনা আমরাতো চোখে জল নিয়ে কেলাকেলি করতে শুরু করেছি। ছুডু পোলাপান তো আফনের পদধুলি পাওয়ার জইন্য ব্যাফুক উৎসুক।

আফনে নিশ্চয় জানেন আমাগো অতিত ইতিহাস!! আমাগো অতিথি পরায়নতা দেখে খুশি হয় নাই এমন কেউ নাই। হগ্গলে আমাগো প্রশংসা করে। আমরাও চাই আমাগো পুরাতুন ঐতিহ্য স্বাভাবিক থাকুক। কিন্তু আফনি আমাগো দাওয়াত দিইয়া আফনার এই দেশে ভ্রমণ গত কয়েকদিন ধইরা গোঙ্গানি শুনাচ্ছেন। আফনের আগমনের কথা শুনে ইতিমধ্যে সবাই আপনাকে বরণ করতে বাফুক ব্যস্ত।

আফনি জানেন না যে আফনার আগমনের বার্তা যখন আমাগো রাডার সাহেব যখন আইনা দিলো আমাগো কি যে ভাল লাগছিল যে আফণাকো বুঝাইতেনু!! যাই হউক আফনাকে জনাব বলবো নাকি জনাবা বলবো পাস্তে পারছিনা তো। যেহেতু ঐতিহ্যবাহী সেন বংশ আফনার সাথে লাইগা রইছে হেহেতু আমরা আফনাকো পুরুষ বলে বিবেচনা করতে পারি। সেই ৯১২ সালের আফনাগো জাত ভাই সম্ভবত লক্ষণসেন, ভানুসেন এই দেশে আতীতিয়তায় মুগ্ধ হয়ে ছিলেন যা আফনির জিন থেকে জেনে নিয়েন। জনাব মহাসেন আফনের আসনের কথা শুনে খুব ভাল ঠেকতেছে। হৃদয়গভীরে খুব আকুপাকু করতে শুরু করছে।

আফনি শ্রীলংকা, ভারত, মায়ানমারের নিমন্ত্রণ ফেলে আমাগো দিকে আওনের যে যাত্রা দিয়েছেন তা তথ্যপ্রযুক্তির মিডিয়ায় খুব দ্রুত জানতে পারছি। মাগার সেই শনিবার থাইকা আফনের আওনের খবর এখন আমাগো হুজগে বাঙ্গালীর মিডিয়া তো টিপটপ শিরোনাম। আফনার আওনের নিরাপত্তার কথা বিবেচনা করা আমাগো সরকার সেই ব্যস্ত দিন পার করতাছে। ২০০৭ সালে আইলা যখন আমাগো সাথে স্বাক্ষাত করে গিয়েছিল তার পরিভ্রমণ আমাগো আজও মনে কইরে রাখছে । িএরপর নার্গিস বিবি এসেও আমাগো সমুদ্র সিক্ত ভালবাসায় পরিপূর্ন করেছে।

তার দেয়া প্রজক্টে উপকূল অঞ্চলে ব্যাফুক কাজ চলতাছে। বাংলাদেশের সরকার তো বেজায় খুশি। আইলা বেওয়ার পরিভ্রমণের পর সেই অঞ্চলগুলোর মাম্বর, চেয়ারম্যান আর আমপিগো অর্থের খোরাক দিয়ে গেছে। আমাগো সরকার সেই অঞ্চলে নতুন নতুন বাজেট তৈরি করে হে গো অনুর্বর পকেটখানি উর্বর করে দিয়েছে। যাই হউক পুরাতুন কথা ছেড়ে দিই।

কামের কথা কই। জনাব মহাসেন আফনের আওনের জন্য চট্টগ্রাম, মংলা এলাকায় ৪ নাম্বার রেড আলার্ট জারি করা হয়েছে যাতে করে কেউ আফনার আগমন বাধাগ্রস্ত না করে। আফনেকে বিনুদুন দেওয়ার জন্য জাহাজ, নৌকার সাড়ি কেবল দৃষ্টি নন্দন একখানা ফটুক। এতো কিছুর পর আফনে কেন আইতেছেননু তা পাস্তে পারছিনি। আমাগো সাদা দিলে কাদা লাগাইয়েন না প্লিজ।

আমরা অনেক শান্তিপ্রিয় মানুষ। গরীবের ঘরে যখন েএক ধনী যাই বেজায় কতই না খুশি সেই গরীব। আমাগো গরীব দেশত আফনার আগমণ নিয়ে যত অর্থ ব্যয় হয়েছে তা দিয়ে অন্তত ০.১ দিনের সারা দেশে খাবার জুটতো। আমরা আফনার আগমন নিয়ে সন্দেহান। রাডার সাহেব কইছেন আফনি নাকি ১১০০ কিমি দূরে কোন এক বিরম্ভবণাময় জায়গা অবস্থান করছেন।

জানি আফনার লং জানিং করতে গিয়ে মাঝে মাঝে রেস্ট লইয়া প্রয়োজন তাই বলে এতো দিন কিসের রেস্ট? আমদফ্রুতি করবেন তো আমাগো নিশিদিন খতম কইরা করবেন ক্যানে? এতএব মহাশয়, অনেক নাটক হইছে। আমাগো কুড়িখানা টেলিভিশন চ্যানেলে সেগুলো নিত্যক্ষণ টেলিকাস্ট হয়েছে। হেগুলো দেখতে দেখতে বোরিং হয়ে গেছি। ফেবুর স্টাটার্স ভাণ্ডারে নতুন কিছু আসছে না। খালি খালি আফনার আগমন নিয়ে পোলাপান চোখ বন্ধ করে স্টাটার্স হাকিয়েছেন।

আর দীর্ঘায়িত কইরেন না। আফনি যেন দুঃখিত হবেন যে আফনার জন্য আনা খাবার গুলোতে ইতিমধ্যে ছত্রাক বাবু পাহারা দিতে শুরু করেছে। যত শিগগির আফনি আফনার দ্রুত রাডার সাহেব দ্বারা আমাদের আশ্বত করবেন যে আফনি আসবেন কি না? কূটনৈতিক চালাচালি না করে সরাসরি জানালে জনাবের কাছে কৃতজ্ঞ দামে বাধিত থাকিব। {{{বি.দ্র: অত্যন্ত গোপন কথা আফনাগো জানায় যেটা আফনাকে কেউ জানায়নি। আর আফনাকে একটা পরামর্শ দিই আমরা কিন্তু উপরে উপরে অনেক ভাল ভিতরে ভিতরে কিন্তু শয়তানের হাড্ডি।

৭০ সালে আফনার গোত্রীয় এক মহান ব্যক্তি এসে আমাগো এক লক্ষ লোকের দিলে খত দিয়ে গেছেন সেই পরিবার গুলো আফনেগো দেখলে পাগল কিছিম আচরণ করে। ২০০৭ সালের আইলা বিবির আচরণে অনেকটা ক্ষ্রব্দ রয়েছে ১১ জেলার বাসিন্দা। এখন ঠেলা বুঝেন অন্যের কারণে আফনার যাত্রা শঙ্বকা। তারা পণ করেছে এবার আফনাগো আগমণ মোকাবেলায় পাল্টা কর্মসূচি দিতে। বেসরকারি ভাবে আফনাকে ছাচানি দিতে চায়।

আফনাকো পিটুনির উপর রাখতে চায়। সবাই কিন্তু রণ প্রস্তুতি নিয়ে আফনার সফরের জন্য অপেক্ষা করছে যেটা্ আফনার গোয়েন্দা সংস্থা কিন্তু টের পাই নাই}}} বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে এবার আফনি সিদ্ধান্ত নিন আফনি কি করবেন। আমাকে যদি পরামর্শ দিতে বলেন তাহলে আমি এই কথাটুকু্ শুধু বলবো এবার তো অনেক মিডিয়া কাভারেজ পেয়েছেন। অনেকে সুনাম হয়েছে। যেখানে এখন অবস্থান করেছেন সেইখানে কয়েকদিন আমদফ্রুর্তি করে বাংলাদেশে আসার যাত্রা বাতিল করুন নইলে বাংলাদেশের বর্ডার ক্রস করলেই আফনাকো ঠেংগানি দেয়া হবে বলে আমরা জেনেছি।

পরিশেষে আফনার হাস্যজ্জ্বল মুখখানি মলিন করে দেয়ার জন্য আমাকে আফনার জন্য ধন্যবাদ------------ ইতি----- আফনার এক বালু ভুক্ত ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.