আমাদের কথা খুঁজে নিন

   

মহাসেনের উপহার মহাসীনা বন্যা (ছবি কথা কয় পর্ব ৯)

জয় বাংলা ..... প্রথমেই একটা খুশির সংবাদ দেই ঘূর্নিঝড় মহাসেনের তান্ডবে কলাপাড়া যখন লন্ডভন্ড হয়ে যাচ্ছে। মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছে আশ্রয় কেন্দ্রের দিকে। ঠিক সে সে সময় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে এসে সাবিনা আক্তার(১৬) জম্মদিলেন ফুটফুটে এক কন্যা সন্তানের। বৃহস্পতিবার সকাল ৯টায় কলাপাড়া পৌর শহরের সিকদার সড়ক সংলগ্ন স্প্রিড ট্রাস্ট অফিসে এ কন্যা সন্তান প্রসব করেন সাবিনা। এ সময় আশ্রয় কেন্দ্রে উপস্থিত শতশত মানুষ নিজেদের দূর্ভোগের কথা ভুলে সদ্য জম্ম নেয়া এ সন্তানের সুশ্রুশায় ব্যস্ত হয়ে পরেন। তারা এ শিশুর নাম রাখেন মহাসীনা বন্যা। এবার মহাসেনের তান্ডবের কিছু ছবি সাথে ঢাকার কিছু ছবি উৎসর্গ - হিমু ভাই আর স্বর্ণাপা, তারা দুজন ছবি কথা কয় বন্ধ না করার উপদেশ দিয়েছিলেন। উল্লেখ্য - ছবি কথা কয় এর ৮ নং পর্ব, যাকে নিয়ে প্রকাশ করা হয়েছিল সেই টিভি সাংবাদিক এবং ব্লগারদের অনোরোধে ড্রাফট করা হয়েছে।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.