আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন বিলাস

মানবতাই ধর্ম !

ভালবাসার নান্দনিকতা আমায় গ্রাস করেছে। অকাল প্রয়াণের পথে আর বেশী বাকি নেই। চোখদুটো জ্বালা করে মাঝেমাঝে, স্বপ্ন হারানোর কষ্ট কী কম! ভাঙচুর হচ্ছে মনে অবিরত। আজ লাল তো কাল নীল। মাঝেমাঝে মনে হয়-শালিখের রঙটা লাল হলোনা কেন? আবার মনে হয় একটা উড়ন্ত গাঙচিল ধরে পুষব।

তবে ঐটা কোন খাঁচায় বন্দী থাকবে না। জলদস্যুদের মতো করে কাঁধে কাঁধে বয়ে বেরাব বিরাট বড় একটা গাঙচিল। মাঝেমাঝে এটাও মনে হয়-রোদ ধরে ধরে যদি জমানো যেত? অবাস্তব হলেও এটা ইচ্ছা ,নাকি? দিন-রাত হাজারটা স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি বললে ভুল হবে,আসলে স্বপ্ন বুনি। মাকড়শা যেমন জাল বুনে তেমনি আমি স্বপ্ন বুনি।

দিন-রাত বুনতেই থাকি আর ছিড়তেই থাকি। আমার স্বপ্ন বোনা যেমন কখনো শেষ হবেনা তেমনি তোমাকে ভালবাসাও শেষ হবেনা। তোমার জন্যই স্বপ্ন বুনি, তোমার জন্যই স্বপ্ন ভাঙ্গিঁ। আমার সব স্বপ্ন ঘিরেই তোমার ডাকাডাকি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.