আমাদের কথা খুঁজে নিন

   

জেনে নেই মহাসাগর গুলোর টুকটাক সকল তথ্য

বিনা অপরাধে যারা শাস্তি পায়, তাদের কষ্ট শেয়ার করা যায় না।
আমরা ছোট বেলায় পড়েছি পৃথিবীর তিন ভাগ জল এবং এক ভাগ স্থল। আজ তাই বিশাল জলভাগের কিছু টুকটাক তথ্য জেনে নেই। পৃথিবীর মহাসাগর আছে মোট ৫টি। ১।

প্রশান্ত মহাসাগর ( Pacific Ocean) ২। আটলান্টিক মহাসাগর ( Atlantic Ocean) ৩। ভারত মহাসাগর (Indian Ocean) ৪। দক্ষিন মহাসাগর (Southern Ocean) ৫। উত্তর মহাসাগর (Arctic Ocean) এবার এগুলো সম্পর্কে আর একটু বিস্তারিত জেনে নেই।

১। প্রশান্ত মহাসাগর ( Pacific Ocean) আয়তন (ব.কিমি)- ১৬,৬২,৬৬,৮৭৭ আয়তন (ব.মাইল)- ৬,৪১,৯৬,০০০ সর্বোচ্চ গভিরতা - ১০,৯২৪ মিটার গড় গভিরতা- ৪,০৭৯ মিটার গভীরতম স্থানের নাম- মারি্যানা ট্রেঞ্ঝ ইহার অন্তগর্ত সাগর সমৃহ- ৩৫ টি সীমানার অন্তগর্ত দেশ ও অঞ্ঝলসমূহ- ৫৪টি ২। আটলান্টিক মহাসাগর ( Atlantic Ocean) আয়তন (ব.কিমি)- ৮,৬৫,০৫,৬০৩ আয়তন (ব.মাইল)-৩,৩৪,০০,০০০ সর্বোচ্চ গভিরতা - ৯২১৯ মিটার গড় গভিরতা- ৩৯২৬ মিটার গভীরতম স্থানের নাম- ন্যায়ার্স ইহার অন্তগর্ত সাগর সমৃহ- ৫১ টি ৩। ভারত মহাসাগর (Indian Ocean) আয়তন (ব.কিমি)- ৭,৩৫,৫৫,৬৬২ আয়তন (ব.মাইল)- ২,৮৪,০০,০০০ সর্বোচ্চ গভিরতা - ৭,৪৫৫ মিটার গড় গভিরতা- ৩৯৬৩ মিটার গভীরতম স্থানের নাম- সুন্দা ট্রেঞ্ঝ ইহার অন্তগর্ত সাগর সমৃহ- ৯টি ৪। দক্ষিন মহাসাগর (Southern Ocean) আয়তন (ব.কিমি)- ৫,২৬,৪৬,৫০৩ আয়তন (ব.মাইল)- ২,০৩,২৭,০০০ সর্বোচ্চ গভিরতা - ৫,৭৪৫ মিটার গড় গভিরতা- ১০৪৯ মিটার ইহার অন্তগর্ত সাগর সমৃহ- ১১ টি ৫।

উত্তর মহাসাগর (Arctic Ocean) আয়তন (ব.কিমি)- ১,৩২,০৮,৯৩৯ আয়তন (ব.মাইল)- ৫১,০০,০০০ সর্বোচ্চ গভিরতা - ৫,৬২৫ মিটার গড় গভিরতা- ১২০৫ মিটার গভীরতম স্থানের নাম- ইউরেশিয়ান বেসিন ইহার অন্তগর্ত সাগর সমৃহ- ১৩ টি
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.