আমাদের কথা খুঁজে নিন

   

ভবনধসের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হতে পারে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পোশাক কারখানা দেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প। এটাকে এভাবে ধ্বংস করতে দেওয়া যায় না। কারখানায় আগুন ও ভবনধসের ঘটনায় শিল্পমালিকদের ব্যর্থতা রয়েছে। তাই এ ধরনের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা করা যেতে পারে।
আজ শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।


অর্থমন্ত্রী বলেন, ‘তাজরীন গার্মেন্টসে আগুনের ক্ষতি এখনও পুষিয়ে ওঠা যায়নি। এর মধ্যে সাভারে ভবনধসের ঘটনা পোশাকশিল্পের অপূরণীয় ক্ষতি হলো। একের পর এক পোশাক কারখানায় দুর্ঘটনা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। এসব ক্ষতি বন্ধ করতে হবে। ’
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘দেশে বিল্ডিং কোড ছিল না, এখন হয়েছে।

বিল্ডিং কোড অমান্যকারীদের বিরুদ্ধে কিছু কিছু এনফোর্সমেন্টও (পরিবেশ অধিদপ্তরের সর্বোচ্চ অভিযান) পরিচালিত হচ্ছে। ’।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।