আমাদের কথা খুঁজে নিন

   

গুচ্ছ কবিতা

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

প্রকৃত বন্ধনের সাঁকো প্রকৃত বন্ধনের সাঁকো পার হয়ে যাই দেখা মেলে না তাঁর খুব স্নিগ্ধ বাতাসে উড়ে আসে বর্ষাকাল,উড়ে আসে ভাঙা ফলকের গভীরতা,মনোপ্রকৌশলী বহুদিন পর আবারো করুণ দৃষ্টির দেয়ালগুলো নীল হয়ে ওঠে লৌহ নির্মিত ফুলে আমাদের পরাজিত মুখগুলো বাঁকা হয়ে যায় দূরের বালুঝড়ের সংকেত প্রণালী বেয়ে গভীর সন্ধ্যা উঠে আসে প্রহেলিকা প্রহেলিকা,যে নিস্তব্ধ সুন্দর ইস্পাতে ফোটে;তার নির্জন গভীরতায় খসে পড়ে আমাদের বিমোহিত ডানার রঙ, অযুত ব্যথার নীল বেড়ালগুলো ঘুম থেকে জেগে ওঠে,আমরা কাঠ খোদাইয়ে মোমদৃশ্যের মেঘ চিরে একে একে ঢুকে পড়ি,আমাদের গমন পথে পড়ে থাকে কুয়াশা ভেজা ভাঙা সাইকেল,হলুদ হাতঘড়ি। পুষ্প রথের চাকায় থ্যাতলানো পুরোহিতের মুখ ভেসে উঠলে আমাদের গোপন বাগানে ভোমর ও সর্প কোমর রোদ ঢেউয়ে মিলিয়ে যায়,আমরা খাঁচার পাশে দেখি হেসে উঠছে ফল ভরতি ঝুড়ি,যে রেল স্টেশন ছেড়ে গেছে তার পিছনে ছুটে চলেছে আমাদের বয়স্ক স্কুল মাস্টারের ছড়ি। আমরা নিস্তরঙ্গ দেয়ালিকায় ইস্পাতের ফুল। আমাদের বেদনাসমূহ ঘুমিয়ে গেছে পুরনো ঘন্টিতে। শুধু গভীর রাতে আমাদের ভাষা ফোটে পাপড়িতে, অকরুণ রেলধ্বনি তুমি ফিরে আসো,আমাদের কাঠের অন্তর ছুঁয়ে আবার তুমি ফিরে যেও লৌহকুণ্ডলির নদে… কাঁটা পথে ফুল শয্যায় কুমারী আলোর দেহে ফুটে উঠছে প্রলাপের উল্কি শিকারি নিষিদ্ধ সন্ধ্যার বাহু থেকে ছিটকে যাচ্ছে উন্মাদ ব্লেড খুব কাছের কেউ নিচু স্বরে কথা বলছে নিচু হয়ে আপেল ও ছুরির সাথে সম্পর্ক ছিন্ন করে আমাদের শীতানন্দ উড়ে যাচ্ছে গ্রাম দেশে বটিতে মৌফুলে তবু স্মৃতি সন্তানেরা শ্লেটে ব্লাকবোর্ডে পালক রেখে গেছে হাড়ের ভেতর দেয়ালের ভেতর পুরোহিতের টুকরো স্বরের মধ্যে কার কথা ঢেউ হয়ে আলাদা নৈশ স্কুলে যাচ্ছে? কাঁটা পথে আমাদের বাল্য নদীর দাগ মুছে গেছে


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।