আমাদের কথা খুঁজে নিন

   

গুচ্ছ গুচ্ছ কষ্ট ছিল : শরীফ এ. কাফী

যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।

Gucchho Gucchho Kosto Chhilo by Sharif A. Kafi গুচ্ছ গুচ্ছ কষ্ট ছিল শরীফ এ. কাফী ০৭ জুন ১৯৮০ (ব্যাক্তিগত অনুভূতি ভিত্তিক অনেক পুরাতন একটি কবিতা, মনে হলো আপনাদের সাখে শেয়ার করি) আষাঢ় মাস ছিল সেদিন পড়ন্ত বেলায় বলেছিলাম যাই তারপরও যাই না, যেন যাওয়া হয় না। বর্ষার টগরের শুভ্রতায় হেলানো গ্রীবায় তুমিও নড়তে পার নি দাড়িয়ে ছিলে দরজায় ঝুমকো জবার মত গোধুলীর সলাজ প্রভায় লজ্জাবতী পাতার বিনম্র শৃঙ্খলায় তখন কথা হয়েছিল, চোখের ভাষায় চোখের পরম গভীরতায় শুভ দৃষ্টি যেমন হয়। হাসি ছিল চোখের তারায়, ঠোটে নয় রাতের শিশির শাপলার হৃদয় ছুয়ে যায় প্রাণের আকূতি গোপন করে ব্যাকুল কাতরতা বিরান শ্মশানে ঝিঝি ডাকা একছত্র নীরবতা শব্দরা লুকিয়ে ছিল যদি ধরা পড়ে যায় শেষ-মেশ বলা-বলি দূজনে কিছুই হলো না। গানের তান আর শুভ দৃষ্টির রেশ নিয়ে দিন যায় স্মৃতির এ্যালবাম ছুয়ে ছুয়ে মাঝখানে অনেক দিন, তখনো শোধ হয়নি চাওয়া পাওয়া ভালবাসার কোন ঋণ কখন হারানো ডায়রী পড়েছে কোন জন খোজও রাখি নি, ছিল না তার প্রয়োজন। তারপর বালিকার দেখা, সেও জানে ভালবাসতে, প্রাণহীন সমাজ বুঝে না কিশোরীর প্রজ্ঞায় প্রবল সংকল্প জাগে আজন্ম আরাধনার পূর্ণতা নেবে সে বিসর্জনের প্রবল টানে, পোড়া মন তার হাত ধরে ফেরারী হতে চায়। এক অদ্ভূত দোটানায় বিবেকের সায় মেলে না বাধন যখন ছিন্ন হলো গুচ্ছ গুচ্ছ কষ্ট ছিল, দুজনার কেউ ছিলেনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।