আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশিরা ভারতের নাগরিকত্ব পাবেন না



নাগরিকত্ব আইনে বড় ধরনের পরিবর্তন এনেছে ভারত। এ আইনে বাংলাদেশি ও পাকিস্তানিদের প্রবাসী নাগরিকত্বের সুযোগ না দেয়ার সিদ্ধান্ত এসেছে। ভারতের সরকারি বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক খবরে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশ বা পাকিস্তানের নাগরিক কিংবা অতীতে ওই দুই দেশের কোনোটির নাগরিক ছিলেন- এমন ব্যক্তিকে প্রবাসী নাগরিকত্বের সুযোগ দেয়া হবে না। নাগরিকত্ব (সংশোধন) বিল ২০১১ নামের আইনটি ভারতের পার্লামেন্টে পাস হয় গত সপ্তাহে। বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি বর্তমানে বা অতীতে পাকিস্তান ও বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে তারা প্রবাসী নাগরিক হিসেবে নিবন্ধন করতে পারবেন না।

এই আইনের আওতায় ভারতের সংবিধান প্রণয়নের সময় অথবা তার পরবর্তী সময়ে ভারতীয় নাগরিকত্ব ছিল এমন ‘বিদেশি’ ব্যক্তি প্রবাসী নাগরিকত্বের জন্য নিবন্ধন করতে পারবেন। ভারতের সংবিধান প্রণয়নের সময় অন্য দেশের নাগরিক হলেও ভারতের নাগরিক হওয়ার যোগ্য ব্যক্তি এবং অন্য দেশের কোনো নাগরিক যিনি ১৯৪৭ সালের ১৫ আগস্টের পর ভারতের অংশ হয়েছে এমন স্থানে ছিলেন তিনিও প্রবাসী নাগরিকত্বের যোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়া নতুন আইনে প্রবাসী নাগরিকত্বধারীরা তাদের বর্তমান কিছু সুযোগ-সুবিধা হারাবেন। তারা কর্মসংস্থানের ক্ষেত্রে ভারতীয়দের মতো সমান সুযোগ পাবেন না। তাদের কেউ প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট এবং উচ্চ আদালতে বিচারক হতে পারবে না।

নতুন আইনে ভোটাধিকারও হারাবেন প্রবাসী নাগরিকত্বধারীরা। তারা ভারতের কোথাও কোনো ধরনের আইন প্রণয়ন কার্যক্রমেও অংশ নিতে পারবেন না। সূত্র: অনুসন্ধান

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.