আমাদের কথা খুঁজে নিন

   

বাজেট সেট রিভিউঃ সনি এরিকসন এম

সামু কি ছিল, আর কি হয়ে গেল !
এর আগে নোকিয়া এক্স০৩-০২ নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, আজকে সনি এরিকসনের নতুন আসা আরেকটা সেট নিয়ে পোস্ট দেই। তবে একটা জিনিশ, ভালো সেট বললে সবাই তো ৩০০০০-৪০০০০ টাকার সেট দেখিয়ে দিবে, আমার এই পোস্টের কাজ হল ১৫০০০ বা ২০০০০ টাকার নিচে যে সেটগুলো সব দামী সেটের মতই ফিচার দিবে, তাদের কেই ফোকাস করা। এই সেটটা অবশ্য বেশ আগেই রিলিজ পেয়েছে ইন্টারন্যাশনাল মার্কেটে (মার্চ ২০১০), তবে আজকেই প্রথম বাংলাদেশে দেখলাম সেটটা ইস্টার্ন প্লাজায়, আর সবচেয়ে বিস্বস্ত দোকানে। এর মধ্যে যে কতবার যে খুজেছি সেটটা, দোকানদারদের অদ্ভুত চাহনী মনে থাকবে অনেকদিন। হ্যান্ডসেট মডেলঃ Sony Ericsson Elm মার্কেট প্রাইসঃ ১৫০০০ টাকা।

অদ্ভুত চাহনীর ব্যাপারটা একটু বলি। সাধারনত সনি এরিকসনের সেট হয় নাম্বার দিয়ে, যেমন ৮১০, ৯০৫, ৭০৫। নতুন যা বের করছে সনি এরিকসন সব নাম দিয়ে, যেমন এক্সপেরিয়া, ভিভা, হ্যাজেল। আর এই সেটটার উচ্চারনটাও আমি সিউর না, এটা কি এলম হবে, না এম? দোকানদাররাও এতো ইন্টারেস্টেড না এই অদ্ভুত নাম নিয়ে। সেটটা কেন এত ভালো লাগে আমার? - ৩জি আর ওয়াইফাই এনাবলড - ৫ মেগামিক্সেল ক্যামেরা, ফেস ডিটেকশন সহ।

সনি এরিকসনের ক্যাম কোয়ালিটি যে বেস্ট এটা অনেকেই মানবেন। - ৩০ এফপিএস এ ভিডিও রেকর্ডিং - ১৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট। সনি এরিকসনে সাধারনত এম২ কার্ড চলত, অনেক দাম, তাই দেখা যেত মোবাইল কেনার পর মেমরী কার্ড কিনতেই আরো ৩০০০ টাকা বের হত। সেই তুলনার মাইক্রো এসডি কার্ড অনেক চীপ। - নতুন ফিচারঃ নইস ক্যানসেলেশন।

আপনি ট্রেন বা সিএনজি বা কনসার্টে থাকলেও আপনার কথা পরিস্কার শুনতে পারবে ওই পাশে। - ২৪০*৩২০ স্ক্রীন সাইজ হলেও এক্সেলেরোমিটার সেন্সর আছে। - ওজনও কম, মাত্র ৯০ গ্রাম। - ইউটিউব, ফেসবুক ইন্ট্রিগেটেড - ১০ ঘন্টা টকটাইম, সাধারনত ৬-৭ ঘন্টা টকটাইমের সেট পেলেই আমাদের কাজ চলে যায়। কি নাই সেটাও বলে দেই, না হলে পরে খারাপ লাগতেও পারে।

- বান্ডলড ডাটা ক্যাবল আর মেমরী কার্ড নাই। আপনাকে আলাদা কিনতে হবে, তবে মেমরী কার্ড আর কার্ড রীডার দিয়েও কাজ চালাতে পারেন। - ডকুমেন্ট ভিউয়ার নাই। সেটের ডিজাইন আপনার ভালো লাগবে সন্দেহ নাই। রিচ একটা মিডীয়া প্লেয়ার আছে সেটে, আরো অনেক কিছুই আপনার ভালো লাগবে সেটা উপরেই বলে দিলাম।

কেউ কেউ হয়ত বলতে পারেন এই স্পেসিফিকেশনের অন্য সেট রেখে আমি এটা কেন বলতে গেলাম। প্রথমত, আমি টাচ স্ক্রীন সাপোর্ট করি না কারন অনেক বেশী চার্জ খায়। দ্বিতীয়ত, স্লাইডিং সেট নিবো না কারন এদের রিবনের ঝামেলা হয় অনেকের। আর সবার উপরে সনি এরিকসন কারন ক্যামেরা কোয়ালিটি, প্লাস ব্যাবহারে অভ্যস্ততা। বাকিটা আপনারাই দেখে নিতে পারবেন।

জিএসএম এরিনা থেকে স্পেকস নিচে দিয়ে দিলাম। জিএসএম এরিনা রিভিউ ফোন এরিনা রিভিউ যাইহোক সামনে ঈদ, সবাই আর যাই কিনেন এই সেটটা কিনেন না। একপিস দেখছি মার্কেটে, শেষ হলে নাকি আবার নাও আনতে পারে, ঠিক নাই। এমন সময় দেখলাম যখন আমার কাছে টাকা নাই। দেখি সামনের সপ্তাহে কিনবো, যদি তখন পাওয়া যায়।

আপডেট ১। সেট কিনে ফেলেছি, দাম ১৪৫০০ টাকা। সাথে ৮ জিবি মাইক্রো এসডি কার্ড, ১৪৫০ টাকা। আপডেট ২। এই মোবাইল দিয়ে তোলা আমার একটা ফটোব্লগ দেখেন এখানে ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.