আমাদের কথা খুঁজে নিন

   

গদ্য সাহিত্যে নজরুল ইসলাম

দেখে যা অনির্বান কি সুখে আছে প্রাণ...

কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) কবি হিসাবেই আমাদের কাছে সমধিক খ্যাত। তাঁর নামের আগে অধিকাংশ ক্ষেত্রে কবি বা বিদ্রোহী কবি ইত্যাদি যোগ করা হয়। তাই তার প্রধান পরিচয় কবি। আসলে সাহিত্যের আদিম ও সম্মৃদ্ধ শাখা হলো কবিতা। কবিরা শুধু কবিতাতেই সীমাবদ্ধ থাকেননি সাহিত্যের আন্যান্য শাখায়ও তারা পদচারণা করেছেন।

যেমন বিশ্ব কবি রবীন্দ্রনাথ মূলত কবি। কবি হিসাবে তিনি বিশ্ব পরিচিত। কিন্তু কবিতা ছাড়াও অন্যান্য সকল শাখায় তার কৃতিত্ব পরিলক্ষিত হয়। তেমনি কবি নজরুল ইসলামও সাহিত্যের অন্যান্য শাখায় বিচরণ করেছেন। নরুলের এসব রচনাবলীর মাঝে আছে- গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, কথিকা, সম্পাদকীয়, পত্র-সাহিত্য ও অভিভাষণ।

গবেষকদের মতে কবি নজরুলের কবিতা ও গদ্যসাহিত্য সৃষ্টি সংখার দিক দিয়ে প্রায় সমান। নজরুলের ৪২ টি কবিতা গ্রন্থের পাশাপাশি ৪১ টি গদ্য গ্রন্থ রয়েছে। নজরুলের প্রথম দিককার কবিতার চেয়ে গল্প বেশি জনপ্রিয় ছিল। তাঁর প্রথম প্রকাশিত লেখা ‘বাউন্ডেলের আত্ন কাহিনী’ ১৯১৯ সালে মে মাসের ‘সওগাত পত্রিকায় ছাপা হয়। তাঁর লেখা উল্লেখযোগ্য গল্প হলো- রিক্তের বেদন, সালেক, ব্যথার দান, মৃত্য ক্ষুধা, পদ্ম গোখরো, অগ্নিগিরি, জিনের বাদশা, শিউলি মালা ইত্যাদি।

নাটক, নাটিকা ও গীতি-বিচিত্রার মাঝে- মধুবালা, ভূতের ভয়, ঈদ, বিজয়া, শ্রীমন্ত, গুল-বাগিচা, বিদ্যাপতি, বাসন্তিকা, বাঙালি ঘরে হিন্দী গান, জন্মাষ্টমী, সাপুড়ে, বনের বেদে, লাইলী মজনু ইত্যাদি। প্রবন্ধ গ্রন্থ- যুগবাণী, রাজবন্দীর জবানবন্দী, দুর্দিনের যাত্রী, রুদ্র মঙ্গল ও ধুমকেতু। তথ্যপঞ্জীঃ ১. নজরুল রচনাবলী- বাংলা একাডেমী ২. নজরুল প্রতিভার স্বরুপ- আবদুল কাদির ৩. নজরুল সাহিত্য- ড.আশরাফ সিদ্দিকী ৪. নজরুলের গদ্য রচনা : ভাবলোক ও শিল্পরুপ- ড. সৈকত আসগর ৫. বাংলাপিডিয়া। ৬. কান্ডারী হুশিয়ার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।