আমাদের কথা খুঁজে নিন

   

সোনার হরীণ পাওয়ার গল্প...



এই সামুতেই এক ব্লগারের GP দিয়া ট্রেনের টিকেট কাটা বিসয়ক টোপিক পড়ে অনুপ্রানিতো হয়ে আমিও কাটতে চাইলাম। তারপর যা যা করলাম... ১। mobile থেকে tket লিখে 1200 তে send করলাম। এরপর আমাকে একটা পিন নাম্বার দেওয়া হলো এবং পিন টা change করতে বলা হলো। ২।

*777*4***# dial করে আমি পিন change করলাম। ধরুন আমার পিন দেওয়া হলো 7381 এবং আমার নতুন পিন 7388। অথার্ত আমি ডায়াল করলাম *777*4*7381*7388*7388# ৩। এরপর গুলসান GPC তে গিয়া 1 no. counter থেকে Mobicash করলাম ১৮৫ টাকা (ticket fair 165 + GP charge 20). ৪। *131*3# dial করলাম।

৪-১। পিন ইনপুট দিলাম 7388। ৪-২। Date ইনপুট দিলাম 09। (If date is less than 10, you have to append a zero as prefix.) ৪-৩।

Start station দিলাম 2 (ঢাকা এয়ারপোট) ৪-৪। Destination station search এর জন্য raj দিলাম (আমার বাড়ী রাজশাহী)। ৪-৫। Destination station select করার জন্য 1 দিলাম। (After performing station search with key 'raj' only one option appeared before me.) ৪-৬।

এরপর ticket class select করার জন্য 1 দিলাম (Shovan Chair) ৪-৭। এরপর আমার জন্য একটা টিকেট কিনবো তাই 1 input দিলাম (one male). ৪-৮। এরপর 1 input দিয়া confirmation দিলাম তবে successful confirmation পাওয়ার আগে আমি প্রায় ১০০ বার try করেছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.