আমাদের কথা খুঁজে নিন

   

ফোর্স সেলের প্রতিবাদে ব্রোকারেজ হাউসে তাø

না জানিয়ে প্রায় ৫ কোটি টাকার শেয়ার ফোর্স সেল করায় এর প্রতিবাদে গতকাল সকালে ব্র্যাক ইপিএলের ফটকে তালা ঝুলিয়ে লেনদেন বন্ধ করে দেন বিনিয়োগকারীরা। এ জন্য সারা দিন ব্রোকারেজ হাউসে শেয়ার কেনাবেচা বন্ধ থাকে। ফোর্স সেল বন্ধ ও বিক্রীত শেয়ার বাই ব্যাকের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিনিয়োগকারীরা ব্র্যাক ইপিএলে সব ধরনের লেনদেন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ইসমাইল হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকেই শেয়ার ফোর্স সেল করা হয়েছে।

জানা যায়, ১৭ আগস্ট থেকে বিভিন্ন সময়ে প্রায় ৭০ জন বিনিয়োগকারীর অ্যাকাউন্টে ফোর্স সেল শুরু করে ব্র্যাক ইপিএল। বিনিয়োগকারী মকবুল হোসেন অভিযোগ করেন, তার চারটি অ্যাকাউন্ট থেকে প্রায় ৪০ লাখ টাকার শেয়ার ফোর্স সেল করা হয়েছে। এ ব্যাপারে তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। আরেক বিনিয়োগকারী এমদাদ আহমদ জানান, তার ২৩ লাখ টাকার শেয়ার ফোর্স সেল করা হয়েছে। এভাবে ৭০ জন বিনিয়োগকারীর অ্যাকাউন্ট থেকে প্রায় ৫ কোটি টাকার শেয়ার ফোর্স সেল করা হয়েছে। এতে বিনিয়োগকারীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.