আমাদের কথা খুঁজে নিন

   

বিপ্লবের গান-চৈনিক উপন্যাস

যাহা বলিবো তাহা বলিবোই

বিপ্লবের গান-চৈনিক উপন্যাস । লিখেছেন বিপ্লবী চিন চিং-মাই। এ উপ ন্যাস্টি প্রথম প্রকাশিত হয় ১৯৬৪ সালে। এ উপ ন্যাসের নায়ক কাল্পনিক নয়-ও্যাং হাই ছিলেন চিনের মুক্তিবাহিনীর যোদ্ধা। ১৯৪০ সালে জন্ম-হুনান প্রদেশে।

১৯৫৯ সালে ফৌজে যোগ দেন। বিরামহিন ভাবে বিপ্লবকে এগিয়ে নিয়ে যান। হ্যে ওঠেন মহান বিপ্লবি। মাত্র তেইশ বছ র বয়সে যাত্রীবাহি একটি ট্রেঙ্কে বাচাতে গিয়ে প্রাণ দেন। বিপ্লবের গান উপ ন্যাসের ওয়াং তাই হয়ে ওঠেন বিপ্লবী সগক্তির উজ্জ্বল প্রতীক।

এ উপ ন্যাস পড়তে পড়তে তাই পাঠকের ম্নে হবে-পূজিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শ্রমজীবী মানুষের বিজয়ের গান। উপ ন্যাস্টি বাংলায় অনুবাদ ক রেছেন-দীপংক র চক্রব র্তী। ক ল কাতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।