আমাদের কথা খুঁজে নিন

   

বিপ্লবের চোলাই মদ

এক খন্ড বরফ হাতে দাঁড়িয়ে.......

বিপ্লবের চোলাই মদ ২০১০০৪০৯ “ঐ আকাশ খানিকে ভাঁজ করে আমার বুক পকেটে রেখেছি” -মহাদেব সাহা ধন্যবাদ মহাদেব সাহাকে তিনি আকাশ খানিকে ভাঁজ করে তার বুক পকেটে রেখেছেন। সাহস যোগ্যতা বুদ্ধি বা ক্ষমতা কোনটাই নেই আমার, আমি শ্রমজীবি মানুষের দুঃখগুলোকে আমার ঘাম আর কলমের কালির সাথে মিলিয়ে কবিতার মাঠে রুপে দিয়েছি, রুপে দিয়েছি স্বপ্ন পুড়ার আলোকিত কষ্ট। সেখানে এখন সার আর পানির পরিবর্তে জ্বলতে দেখি চোলাই মদের নেশাকে বিক্ষুব্ধ রাজপথের উত্তাপে শোষক আর দালালের নগ্ন থাবায়। বিশ্বাস করি ঘাম আর কালি ছোঁয়ায় দুঃখগুলো একদিন মহীরূহু হবে বিপ্লবের পথে, তারপর ঐ দ্বাম্ভিক আকাশটাকে টেনে নামিয়ে আনবে ধুলার পৃথিবীতে। ধুলায় লুটাবে তাদের যারা হাজারো মানুষের পুড়ে যাওয়া সুখ কিনে নিয়ে যায় সস্তা দুখের দামে। যেখানে ঘাম আর রক্তে ভিজিয়ে মাটিকে সোনার ফসল ফলায় সেখানেই আবার ফলাবে মনিসিংহ, নজরুল আর মজিবকে দুঃখ কষ্টের ক্লেদের উপর ভিত্তি গেড়ে আবার হাসাবে সফলতার সূর্য। পোড় খাওয়া এ বাঙ্গালী ঘুরে দাঁড়াতে জানে শোষকের পথে। == ০ ==


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।