আমাদের কথা খুঁজে নিন

   

বিপ্লবের বিপ্লবী

s
একজন প্রকৃত সৈনিক খোঁজে সন্মানজনক মৃত্যু আমি ঈর্ষা করি, তুমি তা পেয়েছিলে! বিপ্লবের বিপ্লবীর সুঠাম দেহ যেন আশ্চর্য্য এক মুক্তির বিলবোর্ড। ভিজে কাপড়ের মতো লেপ্টে নিয়েছিল জলপাই রঙ বুলেট এবং যাবতীয় ব্যাথা থেকে মুক্তি! তুমি ঠিক কবি নও তবু পিচঢালা রাস্তায় কি অবলীলায় লিখে গেলে কাব্যগাথা! অনভ্যস্ত শব্দে রচিত শ্রেষ্ঠ কবিতাটি ‘গণতন্ত্র’। তুমি তো শিল্পী নও উপচে পড়া জনস্রোতে তবু মাতম উঠেছিল তোমার নামেই উদ্ধত স্বরগ্রামে সংহত সংগীত ‘বিপ্লব দীর্ঘজীবী হোক’। অদ্ভুত লালে সেদিন নীল হয়েছে স্বৈরতন্ত্র ন্যুজ মস্তকে কুর্নিশ করে গেছে দম্ভপ্রাচীর আর তোমার উত্তরাধিকার? ধ্বনিত হয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে সংগ্রাম দীর্ঘজীবী হোক গনতন্ত্র দীর্ঘজীবী হোক নূর হোসেন দীর্ঘিজীবী হোক।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।