আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতিবিলাস!

জীবনটা যেন এক বর্ণীল প্রজাপতি
মাঝে মাঝে এই এতদূরে এগিয়ে আসা আমি'কে পেছন ফিরে বহুদূর পিছনে দেখতে পাই। মনে পরে যায় ফেলে আসা শৈশবের কথাগুলো। স্মৃতিগুলো। সবকিছু দৃশ্যের পর দৃশ্য পরতে পরতে ভেসে উঠতে থাকে মনের পাতায়। মনে হয় , ইস্ সেগুলো যদি ফ্রেমে বন্দী করে রাখা যেত!! অথবা এই উন্নত যুগে যদি এমন কোন যন্ত্র এই বাংলাদেশে পাওয়া যেতো যা দিয়ে আমি আমার সমস্ত কথা , সমস্ত স্মৃতিগুলোকে 'সেভ' করে রাখতে পারতাম! তাহলে পরবর্তীতে আমি সেগুলো দেখে দেখে ডায়রীতে লিপিবদ্ধ করতে পারতাম! আর তারও পরে একটি বই! ফেসবুকের আমার "নোটস" এর আমি এইরকম কথা আরেকবার লিখেছিলাম।

কারন, অনেকেই নিজের জীবনী লিখেন। আমারও খুব ইচ্ছে হয় ওইরকম কিছু লেখার। আমার ছেলেবেলা হতে এই বড় বেলা পর্যন্ত স্বর্ণালী দিনগুলো আমি সকলের সাথে শেয়ার করতে চাই। আমার জীবনের আদর্শগুলো আমি যেমন মাঝে মাঝে ছড়িয়ে দেই আমার ছোট ছোট ছাত্র-ছাত্রীর মাঝে তেমনি আমি আমার শিখে আসা কাজগুলো, বা হাসিকান্না সবকিছু আমি ছড়িয়ে দিতে চাই সবার মাঝে। মাঝে মাঝে চিন্তা করি -আমার এক জীবনের সঞ্চয় কি? কিছু প্রিয় মুখ , কিছু সুখস্মৃতি ... ... প্রিয়মুখদের মধ্যে তোমরা আছ।

তোমরা মানে আমার এতকাল ধরে মিশে আসা সমস্ত মানুষ! এই ব্যাপারটা তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ আমি জানিনা,আমার কাছে গুরুত্বপূর্ণ। আর এই প্রিয়মুখদের, প্রিয় জায়গাগুলোকে স্মরণ করেই আজ থেকে শুরু হলো আমার ধারাবাহিক... ... ... (চলবে....)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।