আমাদের কথা খুঁজে নিন

   

রাজধানীতে ৯ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড



মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার ভ্রাম্যমাণ আদালত রাজধানীর কয়েকটি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন। অভিযানে নয়জন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালত লালবাগের ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে আবদুল আজিজ নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেন। তাঁর কাছ থেকে ৫০টি ইনজেকশন উদ্ধার করা হয়। এই অপরাধে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পরে আদালত পুরান ঢাকার নয়াবাজারের মাংসপট্টিতে অভিযান চালান। সেখান থেকে মাদক ব্যবসায়ী শাহীন, জুয়েল ও সোহেল নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ছয়টি ইনজেকশন এবং কিছু সিরিঞ্জ উদ্ধার করা হয়। এই অপরাধে ওই তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এরপর আদালত রাজধানীর ইস্টার্ন প্লাজাসংলগ্ন এলাকার রাস্তা থেকে মফিজুল্লাহ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।

তাঁর কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওই ব্যবসায়ী ট্যাবলেটগুলো কক্সবাজারের উখিয়া থেকে এনেছিলেন। এই অপরাধে মফিজুল্লাহকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে আদালত রাজধানীর কারওয়ান বাজার রেললাইনসংলগ্ন বস্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে শাহ আলম, মালেক, খুরশিদ আলম ও রনি নামে চারজনকে গ্রেপ্তার করেন। তাঁদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এই অপরাধে ওই চারজনের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন ঢাকার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মুজিবুর রহমান ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল উপস্থিত থেকে আদালতকে সহায়তা করে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.