আমাদের কথা খুঁজে নিন

   

কথাসাহিত্যিক ও গবেষক সাদ কামালীর জন্মদিন



কথাসাহিত্যিক ও গবেষক সাদ কামালীর জন্মদিন নতুনদেশ ডটকম সাদ কামালী। কথাসাহিত্যিক এবং রবীন্দ্র গবেষক । দশকওয়ারি বিভাজনে তাকে নব্বইয়ে ফেলা দেওয়া হয়েছে যদিও তিনি তাঁর অস্তিত্ব জানান দিয়েছিলেন আশির দশকেই। বিষয়বস্তুর বৈচিত্র্য,গল্প নির্মাণ এবং বলার ঢং এ স্বাতন্ত্র ,উপস্থাপনায় ভিন্নধারার আমেজ সব মিলিয়েই সাদ কামালীর অবস্থান গড়ে উঠেছে বাংলা সাহিত্যে। গল্পকার হিসেবে, প্রাবন্ধিক হিসেবে, গবেষক হিসেবে পাঠকপ্রিয় সাদ কামালীর বসবাস মাতৃভূমি থেকে হাজার মাইলের ব্যবধানে পৃথিবীর ভিন্ন গোলার্ধে, কানাডার টরন্টোয়। তথাপি তাঁর চেতনায় বাংলাদেশের পঞ্চান্ন হাজার বর্গমাইলের সবুজমানচিত্র, সেই মানচিত্র আর লাল-সবুজ পতাকাই যেন পত পত করে উড়তে থাকে তার লেখনী আর অন্তর্গত ভাবনায়। ভিন্নধারার কথা সাহিত্যিক সাদ কামালীর জন্মদিন ছিলো গত ২০ আগষ্ট । পাঠকপ্রিয় এই লেখকের জন্মদিন উপলক্ষে নতুনদেশের পাঠকদের জন্যে উপস্থাপন করা হলো তারঁ লেখা একটি প্রবন্ধ। একই সঙ্গে তার লেখা দুটি বইয়ের উপর বিশ্লেষণও সংযোজন করা হলো । কথা সাহিত্যিক সাদ কামালীকে জন্মদিনের শুভেচ্ছা বুদ্ধদেব বসুর মাইকেল বধ http://www.notundesh.com/shahitta.html ঈশ্বর অথবা পুরুষ সবাই নারী বিদ্বেষী http://www.notundesh.com/shahitta_news2.html লীলাবতির প্রকৃতি এবং প্রকৃতির অতিপ্রাকৃত লীলাবতি http://www.notundesh.com/shahitta_news3.html

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.