আমাদের কথা খুঁজে নিন

   

আপনার পিসিতে পেনড্রাইভ Disable করুন



ভাইরাস সংক্রমণের সবচেয়ে উপযুক্ত মাধ্যম হচ্ছে পেনড্রাইভ । আর আপনার পিসি যদি আপনি ছাড়াও আরো অনেকে ব্যবহার করে তাহলে তো কথাই নেই । তবে আপনি যদি ‘Windows 7/Vista/XP’ ইউজার হন, তবে সহজেই আপনার পিসিতে পেনড্রাইভ Disable করতে পারবেন এবং প্রয়োজন হলে আবার Enable করতে পারবেন । অর্থাৎ আপনার পিসিতে আপনি ছাড়া কেউ পেনড্রাইভ ব্যবহার করতে পারবে না …!! Windows 7/Vista তে পেনড্রাইভ Disable করতে প্রথমে আপনার ‘Start Menu’র ‘Search’ অপশনে গিয়ে ’regedit’ লিখে Enter চাপুন । XP ইউজার রা Run এ গিয়ে regedit লিখে Enter চাপুন ।

তাহলে ’Registry Editor’ উইন্ডো টি ওপেন হবে । এবার HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\services\USBSTOR এ প্রবেশ করুন । এবার ‘Start’ নামের ফাইলের উপর ডাবল ক্লিক করে এর ভ্যালু 4 করে দিন । তাহলে আপনার পিসিতে আর কোন পেনড্রাইভ কাজ করবেনা । আবারো পেন ড্রাইভ অপশন Enable করতে চাইলে ‘Start’ এ পূর্বের ভ্যালু অর্থাৎ 3 সেট করুন ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.