আমাদের কথা খুঁজে নিন

   

রোবট, রোবট এবং রোবট প্রেক্ষাপটে



বিসমিল্লাহির রাহমানির রাহিম মহান আল্লাহর সৃষ্টি রহস্য নিয়ে রোবট এর নেতিবাচক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহ বলেন, (অনুবাদ) ‘‘এ দ্বারা আল্লাহ অনেককে বিপথগামী করনে আবার অনেককে সঠকি পথও প্রর্দশন করেন। তিনি অনুরূপ উপমা দ্বারা অসত লোক ভিন্ন অন্য কাউকেও বিপথগামী করনে না’’ (০২:২৬)। র্সব প্রথমে প্রমাণ করতে হবে যে, কোরআনরে ঐ কথাগুলো ভুল বা পরস্পর বিরোধী (নাওযুবিল্লাহ)। শুধুমাত্র তথ্যগত কয়কেটি শব্দ উপস্থাপনরে মাধ্যমে যা বলতে চাওয়া হচ্ছে তা রোবটসহ নাস্তিকদের অসুস্থ্যতাকে প্রমাণ করছে।

কেউ যদি ‘কোরআন’ না বুঝতে পারে তবে তার মানে এই নয়, ‘কোরআন’ ভুল (নাওযুবিল্লাহ)। আল্লাহ বলেন, (অনুবাদ) ‘‘এতদসম্পর্কে যদি তোমাদের কোন সন্দেন থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মত একটি সুরা রচনা করে নিয়ে এস। তোমাদের সেসব সাহায্যকারীদেরকে সাথে নাও, এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর যদি তা না পার, অবশ্য তা তোমরা কখনও পারবে না, তাহলে সে দোযখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা কর, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য’’ (০২:২৩,২৪)।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।