আমাদের কথা খুঁজে নিন

   

রোবট ইবন ১৬

ইবন ১৬ সিরিজের রোবটগুলো সাধারনত ক্লান্ত হয়না। ঘন্টার পর ঘন্টা বিরতি ছাড়াই কাজ করে যায় । মাঝেমাঝে অবশ্য ঘন্টা খানেকের জন্য কুল ডাউন করা লাগে,কিছু জৈব উপাদান জ্বালানী হিসেবে গ্রহন করতে হয়। আরও কিছু টুকটাক আনুষাংগিক কাজ আছে। সেগুলোর কথা বাদ দিলে,এরা বছরের পর বছর বিশ্বস্ততার সাথে কাজ করে।

তাই নিউক্লিয়ার রিয়্যাক্টরের কাজে এদের ব্যবহার সবচেয়ে বেশি। তবে এদের নিজস্ব চিন্তা করার ক্ষমতা খুবই দুর্বল। আসলে এদের বুদ্ধিমত্তা বা চিন্তাশক্তির প্রয়োজনও নেই, এরা আদেশ পালন করে মাত্র। আর তাই কেন্দ্রীয় কম্পিউটার যখন ইবন ১৬ সিরিজের একটি ব্যাচের প্রতিদিনকার রিপোর্ট নিরীক্ষা করছে, তখন সে একটি রিপোর্টে এসে থমকে গেল। খুব সামান্য একটা রিপোর্ট।

১০১ মডেলের এই রবোটটি জানতে চেয়েছে ‘দিনের পর দিন এই নিউক্লিয় শক্তি তৈরী করে কি লাভ হচ্ছে?’ এই রোবট সমাজটি প্রায় সাড়ে সাত হাজার বছর ধরে গ্রহটিতে অবস্থান করছে। তাদের মূল কাজ বিভিন্ন উৎস হতে শক্তি উৎপাদন। প্রতিদিনকার প্রয়োজনীয় শক্তি একটি রোবট নিজেই প্রতিদিন তৈরি করে। আর শক্তি তৈরির প্রক্রিয়ায় ব্যবহৃত হয় সেই শক্তি। শক্তি উৎপাদন আর ব্যয়ের চলমান এক চক্র।

সুবিশাল এই নেটওয়ার্কে এত ছোট রিপোর্ট কোন মূল্য রাখেনা। তবুও ক্ষূদ্রাতিক্ষূদ্র কোন কিছুই উপেক্ষা করার নিয়ম নেই। তাই কেন্দ্রীয় কম্পিউটার রিপোর্টটি উচ্চ পর্যায়ের বিশ্লেষনের জন্য প্রেরন করল। *********************************************** ইবন ১৬ সিরিজের তার মডেল ১০১। বহুদিন ধরে সে এই নিউক্লিয়ার রিএক্টারটিতে কাজ করেছে।

হিসেব করে বললে বাইশ বছর এক মাস সাতাশ দিন। একই কাজ প্রতিদিন। প্রতিদিন সে নির্দিষ্ট পরিমান শক্তি তৈরি করে। সেই শক্তির বড় অংশই ব্যয় হয় এই ফ্যাক্টরীতে কাজের করতে করতে। তবে শক্তির পুরোটা সে ব্যবহার করতে পারেনা।

তার মডেল সেরকম উন্নত নয়। তাই কিছু পরিমান শক্তির অপচয় হয়। তবে নতুন সিরিজের রবোটেরা বলে অপচয় ছাড়াই ক্রমাগত কাজ করে যেতে পারে। অবিরাম চলমান অসম্ভব সুষম এক প্রক্রিয়া। কিন্তু তার বিশ্রাম নিতে হয়,কিছু জৈবিক জ্বালানী গ্রহন করতে হয়।

যাই হোক এই বিশ্রামের সময়ে কি করবে সে ঠিক বুঝে উঠতে পারেনা। বাকি রোবটগুলোর মাঝে ঘুরে বেড়ায়। রোবটগুলো বসে বসে নির্দিষ্ট প্যাটার্নে নড়াচড়া করতে থাকে। এতগুলো রোবট কিন্তু কী নিশ্চুপ চারিপাশ। কেউ কার দিকে তাকিয়েও দেখে না।

অবশ্য কয়েকদিন ধরেই এক ১১১ মডেলের একটি তরূণী রোবট তার দিকে মাঝেমাঝে তাকিয়ে থাকে। উচ্চতর মডেলগুলোয় নারী পুরূষ নেই। কিন্তু তাদের মডেলগুলোতে আছে। অজ্ঞাত কারনে সেই সময়গুলোতে তার বড় বেসামাল লাগে। দরকারী লজিকগুলো ঠিকমত কাজ করেনা।

আজকাল বিশ্রামের সময় তারা নানা বিষয় নিয়ে আলাপ করে। কি অবস্থা? কি করছি? ইত্যাদি নানা আলাপ। রবোটদের অপ্রাসংগিক কথা বলা খুবই বিরল ঘটনা। তারপরো তার কাছে ব্যাপারটা বিশেষ কিছু মনে হয়না। আশেপাশের রোবটগুলো চুপচাপ বসে নির্দিষ্ট প্যাটার্নে নাড়াচাড়া করে।

১১১ মডেলের এই রোবটটিকে দেখে কি কারনে যেন মাঝে মাঝে তার বড় বেসামাল লাগে,লজিকগুলো ঠিক কাজ করেনা। তবু সে বিশ্রামের নির্ধারিত সময়ে ঘুরেফিরে চলে যায় ১১১ মডেলের রোবটটির কাছে। রোবটদের অনুভূতি থাকার কথা না। কিন্তু তার কেন জানি কেমন একটা অনুভূতি হয়। ********** ১১১ মডেলের একটি তরুনী রোবটের রিপোর্ট দেখে কেন্দ্রীয় কম্পিউটার থমকে গেল।

এই রোবটটি জানতে চেয়েছে ‘দিনের পর দিন এই নিউক্লিয় শক্তি তৈরী করে কি লাভ হচ্ছে?’ কিছুদিন আগেই এই রকম একটা রিপোর্ট সে পেয়েছিল। কেন্দ্রীয় কম্পিউটার দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেললো। অসম্ভব শক্তিশালী তার প্রসেসর। তাই মাইক্রো সেকেন্ডের মধ্যে সে নির্দেশ দিয়ে ফেলল। রোবট দুটিকে বাতিল করে দিয়া হবে।

পূর্বের কথাঃ তৃতীয় বিংশ্বের ছোট একটা দরিদ্র দেশের একজন বিশ্ববিদ্যালয় ছাত্র ব্যাপারটা প্রথম কল্পনা করেছিল। মানব রোবট দ্বৈত্যতা। মানব এবং রোবট দুইধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করা। কিন্তু দুটি একসাথে নয়। যখন যেটা দরকার।

প্রকৃতিতে ইলেক্ট্রনও এই একই রকম ধর্ম প্রদর্শন করে। সে কোন সময় পদার্থ হিসেবে হাজির হয়। আবার অন্য সময় তরংগের মত আচরণ করে। প্রযুক্তির সহায়তায় মানুষের মাঝে রোবটের অনেক বিশ্লেষনী ক্ষমতা, তার কর্মদক্ষতা,গতি ইত্যাদির সমন্বয় করা হবে। কিন্তু সেগুলো ব্যবহারের সময় মানুষকে হতে হবে অনুভূতিহীন।

কেবল গানিতীক বিশ্লেষন ছাড়া আর কিছু অনুসরন করা যাবেনা। অথ্যাৎ ঐ মুহূর্তে সে হবে একটা রোবট। একসময় যদিও ধারনাটী অসম্ভব মনে হয়েছিল। কিন্তু সময়ের সাথে তা ধীরে ধীরে সম্ভব হল। রোবট মানব দুইটি অংশ ব্যবহার করা শুরু হল।

দেখা গেল অল্প অল্প করে একদিন রোবট অংশই দখল করে নিল মানব অংশটুকুকে। বিনিময় মিলল অসম্ভব গতি,অকল্পনীয় ভারসাম্য আর অচিন্তনীয় উন্নতি। ************************************************ শেষের কথাঃ ইবন ১৬ সিরিজের ১০১ এবং ১১১ মডেলের দুটি রোবট নিয়ে উড়ে যাচ্ছে স্কাউটশিপ। এই রোবট দুটিকে বাতিল ঘোষনা করা হয়েছে। সৌরজগতের একটি গ্রহে তাদের ডাম্প করা হবে।

স্কাউটশিপের চালক রোবটটি পরম দক্ষতায় শিপটি নিয়ে যাচ্ছে। গ্রহটির নাম পৃথিবী। এখন পরিত্যক্ত। বহু হাজার বছর কোন রোবট বসতি গড়ে উঠেনি। তবে নিম্নশ্রেনীর প্রনের বিকাশ এখনও টিকে আছে।

প্রতি দুইশ বছরে দুইএকবার চালক রোবটটিকে এরকম ভাবে এখানে আসতে হয়। বিগড়ে যাওয়া রোবট ডাম্প করা তার একটি কাজ। অদ্ভুত একটা জিনিস সে খেয়াল করেছে। প্রতিবারই স্কাউট শিপের যাত্রী থাকে দুজন। একটি পুরুষ আর একটি মেয়ে রোবট।

প্রতিবারই মেয়ে রোবটটি অন্যজনকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে আর পুরূষ রোবটটি মুখ শক্ত করে তাকিয়ে থাকে দূরে। আর সমুদ্র সৈকতের পাশে যখন তাদের নামিয়ে দেয়া হয়, তখন প্রতিবারই কেন জানি বিগড়ে যাওয়া রোবটগুলো উল্লাস করে। স্বপ্নময় চোখে তাকায় আর দৃঢ় পদক্ষেপে হারিয়ে যায় দূরের বনভূমির দিকে। তাদের চোখের কোনে পানি দেখে স্কাউট শিপের চালক রোবটটি প্রতিবারই অবাক হয়। রোবটদের চোখেত পানি আসার কথা না... 25 nov 2011 - তাহমিদ সৈয়দ আবতাহী বুয়েট তড়িৎ প্রকৌশল বিভাগ।

- originally written for a call for scifi short stories to be published in boi mela alongside a sci fi of md zafar iqbal.seems prothom alo has forgotten it completely or this is just not good enough. anyway.a writing has its own rewards. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।