আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু তোকে মিস করব ভীষণ

মা বাবার সেবা করা সবচেয়ে বড় ইবাদত

বন্ধু, আড্ডা ও গান—এ নিয়েই কেটে গেল আমাদের গত চারটি বছর। ২০০৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় ব্যাচে কম্পিউটার বিভাগে ভর্তি হয়েছিলাম আমরা মোট ৪০ জন। শেষ পর্বে আমাদের সংখ্যা মাত্র ২৮ জন। এরই মাঝে ঝরে গেছে রুপালি, ইতি, রোকসানা, টিপু হেলি, নিগার, জেমিসহ চেনা-জানা অনেক মুখ। ২৮ জনের এ বন্ধুতা রবে চিরজীবন এমন প্রত্যাশা আমাদের সবার।

১ আগস্ট ছিল আমাদের চার বছরমেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাজীবনের শেষ ’বন্ধু দিবস’। আমরা তাই এ বন্ধু দিবসকে স্মরণীয় করে রাখলাম সারা জীবনের জন্য। বন্ধুতা হয়তো থাকবে চিরজীবন, কিন্তু এমন করে হয়তো আর কখনো এক হয়ে গাইব না গলা ছেড়ে গান, আড্ডায় মেতে উঠব না সময় জ্ঞান ভুলে, ক্যান্টিন কিংবা সবুর মিয়ার টি-স্টল উঠবে না মেতে আমাদের কলরবে। তারপরও প্রতি বছর এ বন্ধু দিবসটায় হয়তো আমাদের আবারও এক হওয়ার সুযোগ করে দেবে। অথবা বন্ধু দিবস এলেই এ দিনের স্মৃতিরোমন্থন করে কাটিয়ে দেব বেশ কিছুক্ষণ।

চোখের কোণে জমবে জল, প্রিয় বন্ধুটিকে দেখার আকুলতায় মন হবে চঞ্চল। সঙ্গী হবে মুঠোফোন কিংবা ইন্টারনেট। কিন্তু এমন করে আর মৈত্রীর বন্ধনে জড়িয়ে ধরার সুযোগ কি হবে, সেটা ভবিষ্যত্ই বলে দিবে। সময়ের স্রোতে একদিন সবাই ব্যস্ত হয়ে পড়ব এই ব্যস্তময় নগরীতে। বন্ধু হয়তো অনেক মেলে, কিন্তু ওদের মতো জোটে কই।

সত্যিই বড্ড মিস করব পরস্পরকে আর ক’টা মাস পর থেকেই। এই বন্ধু দিবসকে স্মৃতির মণিকোঠায় আজীবন ধরে রাখতে আমরা গিয়েছিলাম চট্টগ্রাম নগরীর বিখ্যাত নেভাল একাডেমি এলাকায়। পরিষ্কার-পরিচ্ছন্ন, প্রশস্ত রাস্তা। সামনে সমুদ্রের বুকে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে অসংখ্য জাহাজ ও নৌকা। চলছে স্পিড বোটও।

দারুণ সে দৃশ্য। সিনেমার শুটিং করলে এখানে দারুণ হতো। রাতে এলে এখানে জাহাজের আলোক ঝলকানি দেখা যায়। আমরা গিয়েছিলাম দিনে। বিদায় অনুষ্ঠান উপলক্ষে আমরা সবাই একই রংয়ের পোশাক কিনেছিলাম।

সে পোশাকে আমরা যখন নেভাল এলাকায় পৌঁছলাম, তখন চারদিক মুখরিত হয়ে উঠল। চারদিকে সবার কৌতূহল উদ্দীপক দৃষ্টি। অসাধারণ এ পর্যটন স্পটে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা হলাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে। বিমানবন্দর এলাকাটা বেশ নিথর, নিস্তব্ধ। আমাদের পদচারণায় যেন সেখানে প্রাণের সঞ্জার হলো।

একই পোশাকে এতো লোকের সমাগম দেখে সবার কৌতূহল ভরা চাহনি। বিশাল এলাকা অসাধারণ এ বিমানবন্দর। পথে পথে সবাই ফটোসেশনে ব্যস্ত হয়ে পড়ে। দুপুর গড়িয়ে যাচ্ছে, তাই আর দেরি নয় এবার বাড়ি ফেরার পালা। আর এভাবে বছর ঘুরে বন্ধু দিবস এলেই আমরা সবাই গেয়ে উঠব— ‘ও... বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না...।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.