আমাদের কথা খুঁজে নিন

   

বাউল আবদুর রহমান বয়াতির অবস্থা সংকটাপন্ন

আমি কেমনে তারে দেখি, তারই কাছে যাইতাম উইড়া- হইতাম যদি পাখি। । তার লাগিয়া পরান কাঁন্দে- জলে ভেজে আখি, কাছে পাইলে রাখতাম বুকে- করতাম মাখামাখি। । তার কারনে সব হারাইলাম- আর নাই কিছু বাকি, শায়খ বেধা পাখির মত- একা পড়ে থাকি।

। কেন এত পাষান সেযে- দেয় যে শুধুই

‘মন আমার দেহ ঘড়ি/ সন্ধান করি/ কোন মেস্তরি বানাইয়াছে’সহ অনেক জনপ্রিয় গানের স্রষ্টা বাউল আবদুর রহমান বয়াতির অবস্থা সংকটাপন্ন। তিনি এখন রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) আছেন। গতকাল মঙ্গলবার হাসপাতালে গিয়ে দেখা যায়, বিছানায় শুয়ে আছেন ভগ্ন শরীরের এই কৃতী শিল্পী। বেশ কয়েক বছর আগে পক্ষাঘাত হওয়ার পর থেকে তিনি স্পষ্ট করে কথাও বলতে পারেন না।

আবদুর রহমান বয়াতির ছেলে মোহাম্মদ আলম প্রথম আলোকে জানান, ১৪ আগস্ট সকালে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাঁকে প্রথমে পুরান ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক দিন শিল্পীর চিকিৎসা হয়েছে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ২২ আগস্ট জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে ভর্তি করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.