আমাদের কথা খুঁজে নিন

   

লালে লাল দুনিয়া



আর্টিস্টদের কাছে লাল রঙ নাকি মশল্লার মত। কথাটা একজন চিত্রশিল্পীর। নাম ডেরেক জারমেন। এ উক্তির সারবত্তা থাকুক না কেন, যে কোন রঙের চেয়ে লাল রঙের সাথে ব্যক্তিক সম্পর্ক যে অনেক বেশি, তা শিল্পবোদ্ধারা মানেন। সহজ কথায়, ইতিবাচক হোক আর নেতিবাচক হোক, লাল রঙ মনোযোগ কাড়ে।

এ রঙ আস্থা বাড়ায় মনে। শুধু তাই নয়, বিপদ থেকে সাবধান হবার অনুভূতি জানাতে এ রঙের জুড়ি নেই। বিশ্ব সংস্কৃতিতে লাল রঙের দাপটকে ছোট করে দেখার সুযোগ নেই। রাশিয়াসহ একাধিক দেশের ভাষা ও সংস্কৃতিতে লাল রঙ সৌন্দর্যের প্রতীক। চীনা সংস্কৃতিতে জীবন ধারণের পাঁচটি মৌল চাহিদা, চারদিক ও চারটি ঋতুর সাথে রয়েছে লাল রঙের গভীর আত্মীয়তা।

জাপানের শিন্টো ধর্মের দেবীদেরকে লাল রঙে উপস্থাপিত করা হয়। সুইডেনে ফালুন নামের খনি থেকে প্রাপ্ত লাল পাথর আভিজাত্যের প্রতীক বিবেচিত। চীনা ও হিন্দু ধর্মে লাল রঙ সৌভাগ্যের প্রতীক। গ্রিসে ইস্টার এগকে লাল রঙে রঞ্জিত করা হয়। ইংল্যান্ডে লাল ফোন বুথ ও লাল ডাবল-ডেকার জাতীয় ঐতিহ্যের প্রতীক।

শুধু তাই নয়, ১৮৭৪ সাল থেকে ব্রিটিশরা তাদের ডাকবাক্সকে লাল রঙে রঞ্জিত করে আসছে। মুসলিম হিন্দু ও চীনা বধূর বিয়ের ঐতিহ্যবাহী পোশাক লাল। আজটেক সভ্যতায় এক ধরনের গুবরে পোকা থেকে তৈরি লাল রঙ স্বর্ণের চেয়েও দামি বিবেচিত হত। তারা লাখ লাখ পোকা পানিতে ডুবিয়ে মাত্র এক পাউন্ড লাল রঙ পেত। ২০০০ সাল থেকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি লাল রঙের প্রতীক হয়ে গেছে।

এ কারণে তাদের প্রেসিডেন্ট প্রার্থী যে রাজ্য থেকে ভোট প্রার্থনার অনুকহৃলে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন, সেটি রেড স্টেল্টট নামে পরিচিত হয়। অন্যদিকে ডেমোক্রেট প্রার্থী যে রাজ্য থেকে প্রচারণায় নামে, সেটি ব্লু স্টেট নামে পরিচিতি পায়। এক ঝুড়ি তথ্য * রঙধনুতে লাল রঙের ভাগটাই বেশি। * গোধূলি বেলায় প্রথম যে রঙটি মানুষের দৃষ্টিশক্তি থেকে অপসৃত হয়, সেটি লাল রঙ। * যে কোন রঙের চেয়ে লাল রঙের ওয়েভ লেন্থ বেশি।

* গ্রিনল্যান্ডে উপনিবেশ গড়তে নরওয়ের যে ভাইকিং সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, তিনি ছিলেন মিস্টল্টার এরিক। তিনি 'এরিক দি রেড' নামেই ইতিহাসে খ্যাত। লাল চুল আর লাল দাড়ির কারণে তিনি এ নামে পরিচিতি পান। * জাগতিক উন্নতির প্রতীক হিসেবে চীনারা ঘরের সামনের দরজা লাল রঙে রঞ্জিত করে নেয়। * মৌমাছি লাল রঙ দেখতে পায় না।

এ কারণে লাল ফুলের পরাগায়ন সাধারণত পাখি, প্রজাপতি, বাদুড় ও বাতাসের মাধ্যমে সবচেয়ে বেশি ঘটে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।