আমাদের কথা খুঁজে নিন

   

লালে লাল দেশের শেয়ারবাজার!



কয়েকদিন ধরেই ঠিকমত ঘুমাতে পারছি না। ভয় আর আতঙ্কে শেয়ার বাজারের ওয়েবে ঢুকতে সাহস পাচ্ছি না। আমার এত কষ্ঠের টাকায় কেনা শেয়ারের দাম হু হু করে কমছে! চেন্জ ফিল্ডটি শুধু লাল আর লাল। দিনের পর দিন শুধু কমছে আর কমছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে খুব শীঘ্রই আমি পথে বসতে যাচ্ছি। কিন্তু পুজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কি কোনো কিছুই করার নেই দেশের অন্যতম বৃহৎ এই খাতটিকে স্থিতিশীল অবস্থায় ধরে রাখতে। শেয়ারের দর বাড়বে-কমবে এটাই স্বাভাবিক, কিস্তু তাই বলে তা জুয়া খেলার আড্ডায় পরিনত হতে তো দেওয়া যায় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।