আমাদের কথা খুঁজে নিন

   

অভ্র থেকে ইউনিবিজয় প্রত্যাহার / প্রথম আলো / ২২ আগস্ট ২০১০ - http://prothom-alo.com/detail/date/2010-08-22/news/88374

জন্মই আমার আজন্ম পাপ

ইন্টারনেটে জনপ্রিয় বাংলা সফটওয়্যার অভ্র নিয়ে জটিলতার অবসান হয়েছে। বিনা মূল্যে ব্যবহার করা যায়, ইউনিকোড-সমর্থিত এমন সফটওয়্যার অভ্র থেকে বাংলা কি-বোর্ড লে-আউট ইউনিবিজয় ২০ আগস্ট থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন থেকে অভ্রে আর ইউনিবিজয় পাওয়া যাবে না। চলতি বছরের ১৬ জুন ঢাকায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে অনুষ্ঠিত এক সমঝোতা সভায় সিদ্ধান্ত হয়েছিল, ২০ আগস্টের মধ্যে অভ্র সফটওয়্যার থেকে ইউনিবিজয় নামের কি-বোর্ড লে-আউট প্রত্যাহার করে নেবেন অভ্রের নির্মাতা অমিক্রন ল্যাবের প্রতিষ্ঠাতা মেহদী হাসান খান। সে অনুযায়ী ইউনিবিজয় সরিয়ে নেওয়া হয়েছে।

একই সময়ের মধ্যে কপিরাইট অফিসে দায়ের করা অভ্রের বিরুদ্ধে কপিরাইট ভঙ্গের অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তও হয় ওই সভায়। এ ব্যাপারে বিজয়ের নির্মাতা আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী মোস্তাফা জব্বার গতকাল শনিবার প্রথম আলোকে জানান, কপিরাইট অফিসে অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানি কার্যক্রম ইতিমধ্যে স্থগিত রয়েছে। এখন অভিযোগটি প্রত্যাহার করে নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘মেহদী হাসান খান অভ্র থেকে ইউনিবিজয় প্রত্যাহার করে নিয়েছেন, সেজন্য আমি তাঁকে অভিনন্দন জানাই। আমি তাঁর সৃজনশীলতার প্রতি শ্রদ্ধাশীল।

অভ্র সফটওয়্যার আরও উন্নত হোক এটাই আমার কামনা। ’ কম্পিউটারে বাংলা লেখার কাজে দীর্ঘদিন ধরে বিজয় যেমন ব্যাপক জনপ্রিয়, তেমনই ইন্টারনেটে বাংলা লেখার ক্ষেত্রে নতুন যুগের সৃষ্টি করেছে অভ্র। প্রসঙ্গত, গত ৪ এপ্রিল একটি দৈনিক পত্রিকায় মোস্তাফা জব্বারের একটি লেখায় অভ্রকে পাইরেটেড বলা হয়। এর পরই বাংলা ব্লগসাইটগুলোতে প্রতিবাদের ঝড় ওঠে। অভ্র সফটওয়্যারে ইউনিবিজয় কি-বোর্ড থাকার কারণে বিজয় কি-বোর্ড লে-আউটের কপিরাইট ও প্যাটেন্ট স্বত্ব লঙ্ঘন হয়—২৫ এপ্রিল কপিরাইট অফিসে এ অভিযোগ আনেন মোস্তাফা জব্বার।

এরপর কপিরাইট অফিস মেহদী হাসান খানকে এর কারণ দর্শানোর জন্য চিঠি দেয়। এর জবাবও দেন তিনি। অবশেষে দুই পক্ষের মধ্যে সমঝোতার ফলে এই জটিলতার পরিসমাপ্তি ঘটল। —নুরুন্নবী চৌধুরী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.