আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ বিমান

আবোল-তাবোল

প্লেনের ভাড়া জানতে সেদিন 'বাংলাদেশ বিমানের' অফিসে গিয়েছিলাম। উদ্দেশ্য Dhaka-UK-Dhaka বিমান ভাড়া জানা। দারুণ জাকজমক অফিস। আমার পূর্বে কখনো আসার অভিজ্ঞতা না থাকলেও ঝামেলা ছাড়াই Entrance খুজে পেলাম। বিশাল হলরুম।

আমাকে জানানো হলো ভাড়া হচ্ছে প্রায় ৮০,৬০০ (Economy) এবং ১,২২,২০০ (Business class)। এটা গ্রহনযোগ্য হলেও পরবর্তি তথ্যগুলো বাস্তবতা অথবা যুক্তির সাথে মানতে পারলাম না। আমাকে বলা হলো যে বিমানের সব টিকেট অনেক আগেই বিক্রি হয়ে যায়, আমাকে টিকেট পেতে হলে একমাস পূর্বে বুকিং নিতে হবে। আমি যতদুর জানি, বিমান বাংলাদেশ সরকারের একটা লোকসানের ক্ষাত। কোন service থেকে লোকসান হয় যখন কেউ ওই সেবা না নেয় অথবা সবাই ফ্রি নেয়।

একমাস আগেই যখন সব টিকেট বিক্রি হয়ে যায় তখন অবশ্যই "বাংলাদেশ বিমান" জনপ্রিয় service। এত জনপ্রিয় service- এর লোকসানের কারণ বুঝতে পারলাম না। আশঙ্কিত হলাম বিমানের উচ্চপদস্থ কর্মচারিদের সম্ভবত ক্ষুধা বেশি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.