আমাদের কথা খুঁজে নিন

   

অভ্রের নতুন ভার্সনে ইউনিবিজয় ব্যবহার করবেন যেভাবে ! (জব্বর কাগুকে গদাম দেয়ার একটি সহজ তরিকা)

ব্লগার অনুপস্থিত আছেন !! (এই ব্লগার বিশেষ কোন দল বা মতের অনুসারী নন..তাই ওনার পোস্টের কোন আগা মাথা নাই!! যখন যা ভাল লাগে তাই তিনি পোস্ট করেন। )

(লক্ষ্য করুন: পোস্টটি লেখা হয়েছিল ২০শে আগস্ট ২০১০। এরপরে অনেক পানি ঘোলা হয়েছে! মজার মজার অনেক কিছুই হয়েছে! বসে বসে কাগুর তামাশা দেখলাম! অভ্রের নতুন ভার্সন (৫+), সাইফ দি বস লেআউট এবং স্বাধীণ কিবোর্ডের আগমনের পর এই পোস্টের মূল বিষয়বস্তু এখন গুরুত্বহীন, তারপরও কারও প্রয়োজন হতেই পারে! সুতরাং আরও সহজ সমাধানের জন্য সরাসরি পোস্ট আপডেট দেখুন! তেমন প্রয়োজন না থাকলেও পোস্টটা রেখে দিলাম ভবিষ্যতের জন্য, কারন আজ থেকে ২০ বছর পর পোস্ট খুলে দেখব হার হাসব ! আর বলব সত্যিই সেলুকাস বিচিত্র এই কাগু । ) ___________________________________________ আজ ২০ শে আগস্ট। সমঝোতা অনুযায়ী অভ্র তার কিবোর্ড থেকে ইউনিবিজয় লেআউটটি বাদ দিয়েছে।

আমি খুশি। কারন এতে আস্তে আস্তে ইউনিবিজয় (সাথে বিজয়) নামের লেআউট বাংলা ভাষার ইতিহাস থেকেই আউট হয়ে যাবে ! আর মোস্তফা জব্বারের মত লোকজন ইতিহাসের খলনায়ক হয়েই থাকবে! জব্বার কাগু এখন তার বিজয় লেআউট নিয়া কটকটি খাইতে পারে! ব্লগার টেকি মামুনের অবশেষে অভ্র থেকে সরিয়ে নেয়া হলো ইউনিবিজয় লেআউট - এই লেখাটি পড়ুন। তবে এখনও আমি ইউনিবিজয়ে অভ্যস্ত। অভ্যাস পাল্টাতে কষ্ট হবে কিন্তু অবশ্যই পাল্টাবো! অভ্র ছাড়া কোন গতি নাই। তারপরেও যারা ইউনিবিজয়ে অভ্যস্ত..নতুন কিবোর্ডে যাবেন না..আবার অভ্র নতুন ভার্সনটাও ব্যবহার করতে চান...তাদের জন্য এই পোস্ট।

খুব সহজ ব্যপার। আপনার ইনস্টল করা অভ্র ডিরেক্টরীতে যান। (৪.৫.১ বা এর আগের ভার্সন) Keyboard Layouts ফোল্তারে ঢুকে UniBijoy.avrolayout ফাইলটি কপি করে রাখুন অন্য কোথাও। এবার নতুন অভ্র ইন্সটল করুন। নতুন ইনস্টল করা অভ্র ডিরেক্টরীতে যান।

Keyboard Layouts ফোল্তারে ঢুকে আগের কপি করা UniBijoy.avrolayout ফাইলটি পেস্ট করুন। অভ্র রিস্টার্ট করুন। (ইউনিবিজয় ফাইলটি খুজে না পেলে ডাউনলোড করে নিন! সৌজন্যে: ব্লগার সাদা চোখ , ১১/৫৯ নং কমেন্ট ) আর অবশ্যই জব্বার কাগুকে মনে মনে একটা গদাম দিন । অভ্র ডাউনললোড করুন এই সাইটে __________________________________________ পোস্ট আপডেটস **************************************************************** **অভ্রের জন্য বিভিন্ন লেআউট পাবেন এই পোস্টে। ব্লগার আবিল (দ্যা লিরিক বয়) এর করা একটি লেআউট সংকলনের পোস্ট ! ১. নতুন ভার্সনে ইউনিবিজয় ব্যবহারের জন্য ! ৫৯ নং কমেন্টে সাদাচোখ বলেছেন: প্রথমে অভ্রর নতুন ভার্সন (5.0.7 Public Beta 3) ইন্সটল করে নিন।

এরপর এই লিংক থেকে ইউনিবিজয় লেআউট ডাউনলোড করে নিন (২০০ কিলোবাইট মাত্র! উপরেও একই ফাইলের লিংক দেয়া আছে। )। এরপর নামানো লে আউটে ডাবলক্লিক করুন। ব্যাস, কাজ শেষ। এখন অভ্রর লেআউট তালিকায় ইউনিবিজয় দেখতে পাবেন।

**************************************************************** ২. উপাক্ষ্যান - ১ম পর্ব: শতাব্দীর সেরা টেকি জোকস - দি বস লেআউট ! কাগুর বান্দরামী দেখিয়া সাইফ নামের অষ্টম শ্রেনীর এক বালক একদা সিদ্ধান্ত নিলেন কাগুকে একটা জায়গামত গদাম দিলে কেমন হয়? তিনি বানাইলেন "দি বস লেআউট" যেটা কাগুর লেআউটের সাথে ১০০% অমিল! কিন্তু মজাটা হইতেছে জাস্ট কীবোর্ডের "ক্যপস লক" চাপ দিয়া রাখিলেই তা হুবহু বিজয় হয়ে যায়! খুব খেয়াল কইরা বুইঝেন কিন্তু!! এই যে লেআউটটির ডাউনলোড লিংক! এই যে সাইফ দা বসের সাইট লিংক! কিবোর্ডের ম্যপ পাবেন এখানেই। এই যে সামুতে এই বিষয়ে সেই লেখাটা !! উপাক্ষ্যান - ২য় পর্ব: শতাব্দীর সেরা টেকি প‌্যঁচ - স্বাধীন কিবোর্ড ! অষ্টম শ্রেনীর বালক সাইফ দা বসকে জব্বার কাগু পুলিশের ভয় দেখাইয়া একটা মেইল করিলেন। অত:পর সেটা নিয়ে মাতামাতি চলিল। ওপার বাংলার কথিত এক দাদা, অর্ণব মুখার্জী সিদ্ধান্ত নিলেন বাংলা ভাষার এই দুর্দিনে তিনিও অবদান রাখিবেন এবং জব্বার কাগুকে কলিকাতা বাসীর পক্ষ হইতে একখান গদাম দিবেন। তো তিনি করিলেন কি, "দি বস লেআউটে"র নাম পরিবর্তন করিয়া "স্বাধীণ কিবোর্ড" রাখিলেন (সাইফ দা বসের অনুমতি ও ইচ্ছা মাফিকই) এবং 'মজিলা পাবলিক লাইসেন্স ১.১' লাইসেন্সের অধীণে ইহাকে ওপেস সোর্স হিসাবে মুক্ত করিয়া সমস্ত দায়িত্ব নিজের কাধে নিয়া সাইফের পাশে দাড়াইলেন! এই ভাবে রচিত হইল আরও একটি উপাক্ষ্যান! এখান হইতে স্বাধীন কিবোর্ড ডাউনলোড দেন! এই যে স্বাধীন কিবোর্ডের সাইট।

কিবোর্ডের ম্যপ পাবেন এখানেই। এই যে সামুতে এই বিষয়ক লেখাটি উপাক্ষ্যান - শেষ পর্ব: শতাব্দীর সেরা নির্লজ্জ - যখন কাগুর হইল লিনাক্সের সাধ এবং চুরি ! অবশেষে লিনাক্সে m17n-db থেকে Unijoy চুরি করে বিজয় এর নামে প্রকাশ করে তিনি নিজেই চুরি করার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন। উবুন্টুতে বিজয়ঃ জনাব জব্বার সাহেবের নতুন চুরি • লিনাক্স ফোরাম উবুন্টুতে বিজয়ঃ জনাব জব্বার সাহেবের নতুন চুরি এইভাবে ANSI সাপোর্ট সহ অভ্রের নতুন ভার্সন (৫+) রিলিজ হওয়ার পর জব্বার কাগুর বিজয় বাংলা কিবোর্ডে শেষ পেরেকটি ঠোকা হইল, আর একটি উপাক্ষ্যান শেষ হইল! নটে গাছটি মুড়ালো আমার গল্পটি ফুরালো! ____________________________________________ লক্ষ্য করুন আপনি চাইলে যে কোন ব্লগ/ফোরামে এই পোস্টের বিষয়বস্তু পাবলিশ করতে পারেন। অভ্রর মত এই পোস্টও ফ্রী !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.