আমাদের কথা খুঁজে নিন

   

অভ্রের সমর্থকেরা কি ব্লগ থেকে পলায়ন করেছে?

অভ্র, যুগান্তকারী বাংলা লেখার সফটওয়ার। জটিল কিবোর্ড লেআউট মুখস্থ করতে না পেরে যারা বাংলা লেখাকে ভুলতে বসেছিলেন, বিদেশী ভাষায় চালিয়ে যাচ্ছিলেন বাংলা লেখা, তাদের জন্য, আমাদের সবার জন্য আশীর্বাদ হয়ে আসে ফ্রি সফটওয়ার অভ্র। অভ্রর সহজবোধ্য লেখার উপায় ও ইউনিকোড ভিত্তিক ফন্টের কারণেই আজকের ব্লগিং জগতে বাংলার এই সদর্প পদচারণা। এই গ্রুপটিতে আমরা অভ্র নিয়ে কথা বলবো, অভ্রর এই সঙ্কট মুহূর্তে প্রিয় সামহয়ারইন ব্লগের ব্লগারদের কণ্ঠে ধ্বনিত হবে - "ভাষা হোক উন্মুক্ত"।  

অভ্রের বিরুদ্ধে মোস্তাফা জব্বার কিছু কটু কথা বলার পর ব্লগে রীতিমত প্রতিবাদের বন্যা শুরু হয়ে গিয়েছিল।

অভ্রকে সর্মথন জানিয়ে কয়েক শত পোষ্ট এই ব্লগে প্রকাশিত হয়েছে। যখন অভ্র সফটওয়্যারে যুক্ত ইউনিবিজয় কিবোর্ডে বিজয় কিবোর্ড লে-আউট অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে, যা মেধাস্বত্বের লঙ্ঘন বলে মোস্তফা জব্বার অভ্রর বিরুদ্ধে উকিল নোটিশ পাঠাল তখন দেখি ব্লগে কেমন জানি নিশ্চুপ নিরবতা। অথচ অভ্রের পক্ষে এখন সমর্থনটা বেশী জরুরী। আগের প্রতিবাদটি ছিল শুধুই পত্রিকায় প্রকাশিত একটি লেখাকে নিয়ে। কিন্তু সেটা এখন আর তেমন সাধারণ বিষয় নাই।

এখন বিষয়টি আদালতে গড়াতে যাচ্ছে। মোস্তফা জব্বার কপিরাইট ইস্যুতে অভিযোগ তো করেছেই তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, ‘এই সফটওয়্যারটির নির্মাতা ও তার সহযোগীরা বিভিন্ন ব্লগে এ বিষয়ে আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, মানহানিকর, অশ্লীল, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। ’ অথচ ব্লগে যত পোষ্ট এসেছে সব অভ্র ব্যবহারকারীদের আবেগের বহিঃপ্রকাশ। ব্লগারেরা স্বতস্ফুর্ত ভাবে অভ্রকে সর্মথন জানানোর জন্য পোষ্ট করেছেন। এখন আমাদের অভ্রকে সমর্থন জানিয়ে করা ব্লগগুলোকেও মোস্তফা জব্বার সুকৌশলে মেহেদি ভাইয়ের বিরুদ্ধে ব্যবহার করতে যাচ্ছে।

ঠিক এই সময় ব্লগারদের নিশ্চুপ থাকাটা কাম্য নয়। আমি তো ভেবেছিলাম যে ভাবে অভ্রকে সর্মথণ জানিয়ে পোষ্ট আসছিল তাতে করে অভ্রকে রক্ষা করার জন্য এবং সহযোগীতা করার জন্য কোন সংগঠন সৃষ্টি হয়ে যাবে। অথচ আজ সবাই চুপ। এমনটি আশা করিনি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.