আমাদের কথা খুঁজে নিন

   

অভ্রের প্রতি মোস্তফা জব্বারের আইনি নোটিশ: আমরা কী ভাবছি?

...

আমরা কী ভাবছি তা এখন আর কোনো বিষয় নয়। কারণ ব্যাপারটি আদালতে গড়িয়েছে। আদালতেই সুরাহা হবে। এবং আশা করছি মাননীয় আদালত ভুল করবেনা। আমার আগের দুটো পোস্টে বিস্তারিত উল্লেখ করেছি বর্তমানে বাংলা লেখার এবং ছাপার ডিজিটাল প্রযুক্তির অবস্থা সম্পর্কে।

প্রিন্ট মিডিয়াতে এখনো একচ্ছত্র অধিপতি হয়ে আছে 'বিজয়' ইন্টারফেস, লেআউট এবং ফন্ট সমূহ। বাণিজ্যিকভাবে সফল মোস্তফা জব্বার সাহেব একে একে সবাইকে তার পথ থেকে দূর করে দিয়েছেন। সব'চে শক্তিশালি প্রতিপক্ষ হিসেবে '৯০ এর দশকে এসেছিলো কম্পিউটার ভিলেজের গোলাম কিবরিয়া এর টিম। তারা মূলত বিজয়ের উইন্ডোজ সংস্করণ তৈরি করেন এবং পরবর্তিতে প্রায় একই ইন্টারফেসে লেখনি বাজারজাত করেন। নিজেরা প্রোগ্রামার/ডেভেলপার হয়েও ব্যবসায়ী মোস্তফা জব্বারের সাথে টিকে থাকতে পারেননি তারা।

প্রিন্টিং প্রযুক্তিতে সঠিক লেআউটের চেয়েও গুরুত্বপূর্ণ হলো এর ফন্ট যা পোস্টস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে প্রেসের ফিল্ম আউটপুট দেবার জন্য মানসম্মত। জব্বার সাহেব সফলভাবে এই প্রযুক্তিটিতে আধিপত্য বিস্তার করে আছেন। তার সাথে টেক্কা দেবার কেউ তৈরি হননি বলেই তিনি মনোপলিতে আছেন। আর সব সরকারের আমলেই তিনি টিভির কম্পিউটার অনুষ্ঠানে নিজের পরিবার এবং প্রতিষ্ঠানের প্রচারের নি:শর্ত ছাড়পত্র পেয়ে আছেন। প্রি-প্রেস প্রিন্টিংয়ের অপারেটর(টাইপিং এবং গ্রাফিক্স) ভাইয়েদের কাছে তিনি তাই বিশাল বড়মাপের ব্যক্তিত্ব।

এই মুহূর্তে অভ্র/মেহেদী হাসান খান এর উপর তার আইনি যুদ্ধ কিন্তু নেহাৎই ৫কোটি টাকা হাতছাড়া হয়ে যাওয়া এবং ভবিষ্যতেও না পাবার আশংকা। তিনি ইউএনডিপি, নির্বাচন কমিশন সবাইকেই হ্যাকিং ও পাইরেসিতে ইন্ধনদাতা হিসেবে দেখিয়ে আইনি হুমকি দিয়ে রেখেছেন। আমি প্রথম থেকেই তার এই কর্মকাণ্ডকে শাইলকের সেই 'আই ওয়ান্ট জাস্ট এ পাউন্ড অফ ফ্লেশ' ডায়ালগ বলেই অভিহিত করেছি। সচল ব্লগে অবশ্য আমার সেই মন্তব্য একটি ভালো পোস্টের জন্ম দিয়েছে। মামলাটির ব্যাপারে আমি কিছুই বলবোনা।

আদালত সঠিক সিদ্ধান্ত নিক। আমাদের আবেগকে এখন সঠিক পথে অনুরণিত করা প্রয়োজন। আমাদের অভ্রই শেষ নয়। বিজয় একাই প্রথমও নয়। আর এগুলোর কোনোটিই আমাদের বর্তমান সমাধানে যথেষ্ট নয়।

এই কথাগুলো মনে রাখতে হবে। এই যুদ্ধে আমাদের বাংলার অনেক উপকার হবে বলেই মনে করছি। ------------------------------------------------------------------------------ সংশোধন: বিষয়টি এখনও আদালতে গড়ায়নি তবে তার সম্ভাবনা প্রচুর Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.