আমাদের কথা খুঁজে নিন

   

পতিতা

আমার বন্ধুর জন্য চিরদিন ত্যাগ স্বীকার করতে চাই।

রাতে শোবার আগে ললিতা দেখত ঘর ফাকা। মা শুধু সেজে গুজে কার জন্য বসে আছে। রাত এক সময় গভীর থেকে গভীরতর হত আর ঘরে নানান শ্রেনীর লোকের আগমন ঘটতো। ললিতাকে মা খুব তাড়াতারি ঘুমিয়ে দিত।

অনেক রাতে যখন ঘুম ভাঙতো তখন ললিতা মায়ের এলোপাতাড়ী গোঙানীর আওয়াজ শুনত আর মনে হতো মায়ের চকিটার উপর ভুমিকম্প হচ্ছে। সে অনেক ছোট কালের কথা। তারপর ললিতা ধীরে ধীরে বড় হল। মা, খালা, বলে যাদের ডাকতো তাদের পথটাই বড় হয়ে সে বেছে নিল। বুঝল এটাই জীবনের একমাত্র পথ।

তাকে কেউ কোন দিন বলেনি " ললিতা ও পথে যেও না, ওটা পাপের রাস্তা"। আজ সে মায়ের ভুমিকায় পূর্ন ললিতা। এর জন্য দায়ী কে? ললিতার পারিপার্শ্বিকতা, না সে নিজে? প্রশ্ন ললিতার হয়ে সভ্য সমাজের কাছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।