আমাদের কথা খুঁজে নিন

   

গ্যাসের উপর ভাষছে বাংলাদেশ

অসতী মাতার পুত্র সে যদি জারজ-পুত্র হয়, অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয়!

ইরান থেকে গ্যাস আনছে বাংলাদেশ দেশের গ্যাস সঙ্কট নিরসনে ইরান থেকে গ্যাস আমদানি করতে যাচ্ছে সরকার। আমদানির প্রথম পদক্ষেপ হিসেবে ইরান-পাকিস্তান-ভারত ত্রিদেশীয় গ্যাস পাইপলাইনে সংযুক্ত হওয়ার পরিকল্পনা করছে সরকার। পেট্রোবাংলা সূত্র জানায়, ইরান গ্যাস মজুতের দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ, যার গ্যাস মজুতের পরিমাণ ১ হাজার ৪৫ ট্রিলিয়ন কিউবিক ঘনফুট। এ ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে রাশিয়া। আর বর্তমানে বাংলাদেশে প্রতিদিন ২৩০০ মিলিয়ন কিউবিক গ্যাসের চাহিদা থাকলেও মাত্র ৩০০ মিলিয়ন গ্যাস সরবরাহ করা সম্ভব হয়।

এ দেশে প্রায় ৪৭ ভাগ বিদ্যুৎ উৎপাদন গ্যাসের ওপর নির্ভরশীল। এ কারণে প্রস্তাবিত ত্রিদেশীয় গ্যাস পাইপলাইনে সংযুক্তির জন্য ইরান, পাকিস্তান এবং ভারতের সঙ্গে সমঝোতায় পৌঁছতে চায় সরকার। ঢাকায় ইরানের পাঠানো চিঠিতে ভারতের কলকাতা পর্যন্ত আসা পাইপলাইন থেকে বাংলাদেশ চাইলে সংযোগ নিতে পারবে বলে উল্লেখ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, ২০১৩ সালে গ্যাসের মজুত শেষ হওয়ার আগে বাংলাদেশ এ সুবিধা কাজে লাগাতে পারে বলেও মনে করেন ওই কর্মকর্তা। এ নেটওয়ার্কে সংযুক্তিসহ সার্বিক বিষয় পর্যালোচনা করতে শিগগিরই একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হচ্ছে ।

এ কমিটি রিপোর্ট পেলে সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। সূত্র: সংবাদ ২০/০৮/২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.