আমাদের কথা খুঁজে নিন

   

গ্যাসের রাইজার বিস্ফোরিত হয়ে আহত-১০

রূপগঞ্জে তিতাস গ্যাসের রাইজার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে দুই ব্যবসায়ীর ২৫ বসতঘরসহ ১ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়।

আজ দুপুরে উপজেলার তারাব পেৌরসভার হাটিপাড়া এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকার ব্যবসায়ী নয়ন সরকারের বাড়িতে আজ দুপুর ১২টার দিকে গ্যাস সংযোগের রাইজার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়।

মুমুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বাড়িতে থাকা ২০টি বসতঘরসহ তার প্রতিবেশী রতন সরকারের  আরো ৫টি বসতঘরে আগুন ধরে যায়।

এসময় বাড়িতে বসবাসরত লোকজন ঘর থেকে বেরিয়ে পড়েন। আগুনের কারনে আশ-পাশের বাড়ির লোকজন ছুটাছুটি শুরু করলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় পাশ্ববর্তী ক্লাষ্টন গার্মেন্টস।

শ্রমিকরা রাস্তায় নেমে আসে।

প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে গিয়ে ১০ জন আহত হয়েছেন। আহতরা হলেন, বাদল, রুক্কু মিস্ত্রী, শাহজাহান, সামিউল হক, তরিকুল, নাসির, তমিজ, শরীফ, সবুজ ও রেজাউল। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমি চিকিত্সা দেয়া হয়েছে।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতা নিয়ে ডেমড়া ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে প্রায় দেড়ঘন্টা চষ্টো চালিয়ে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ততক্ষনে ২৫টি বসতঘরসহ সম্পূর্ণ মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত রতন সরকার ও নয়ন সরকার।

এ বিষয়ে ডেমড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মিরন আহমেদ বলেন, এলাকাটা ঘনবসতিপূর্ন হওয়ায় কারনে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে সঠিকভাবে পৌছাতে পারেনি। আমরা পাশের একটি গার্মেন্টসের ছাদ থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রন আনি। এ কারনে প্রচুর সময় ও ক্ষয়ক্ষতি বেড়েছে।

আগুন নিয়ন্ত্রনে আনতে না পারলে আশপাশে আগুন ছড়িয়ে আরো বড় ধরণের দুর্ঘটনা ঘটতো।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.