আমাদের কথা খুঁজে নিন

   

সিটিং বাসের মহিলা সিট এবং কিছু কথা...

:)

আমি মতিঝিল থাকি... প্রতিদিন হয় বলাকায় অথবা মালিবাগ একুশে বাসে করে গুলশান যাই ক্লাস করতে... আজ সকালে বলাকায় উঠতে না পেরে মালিবাগ গেলাম যথারীতি একুশে বাস ধরতে...বাস অনেক দেরি করে আসলো...অবশেষে বাসে উঠলাম... আমি সবসময় ই সবকিছু খেয়াল করে চলতে পছন্দ করি... বিশেষ করে গত কয়েক বছর আমার অভিজ্ঞ্যতায় দেখছি মহিলা সিট এর ব্যপারে ছেলেরা একেকজন একেক ধারনা পোষণ করে... আর কিছু কিছু লোক আছে যারা মেয়েদের সিট এর পাশেই দাড়াবে...যদি তাদের অন্য কোথাও দাড়ানোর জায়গা থাকেও তবু সরবেনা...ভিড় হয়ে গেলে তো কথাই নাই... ওই সিট এর মেয়ের উপর হুমড়ি খেয়ে পড়ে পারলে... অনেকে আবার ওই মেয়ের গায়েই হেলান দিয়ে দেয়...যদি প্রতিবাদ করা হয় তখন ভাব খানা এমন দেখায় যেন উনি কি করলেন বুঝতেই পারেন নি...! যাই হোক, অনেক মেয়ে আবার বুঝতে পেরেও কিছু বলেনা... সেটা কি কারনে তা আমার বোধে আসেনা...যাই হোক যা বলছিলাম... আজকের কথায় আসি-- বাসে তখন রীতিমত ভিড়... এক লোক মেয়েদের সিট এর পাশে এসে দাড়ালো... যদিও তার অন্য পাশে দাড়ানোই তার বেশি সুবিধা হত...যাহোক লোক টাকে দেখে আমার তেমন সুবিধার মনে হলনা...আমি হাতের বই এ মন দিলাম... কিছুক্ষন পর চোখ তুলে দেখি...একি! লোকটা সবার অলক্ষ্যে তার পাশের মেয়ের পিঠের উপর হাত তুলে দিয়ে তার বুকের পাশের রড ধরে আসে... লোকটা একবার বাসের সবার উপর চোখ বুলিয়ে নিয়ে মেয়েটাকে হাত দিয়ে চাপ দিচ্ছে...অসুস্থ! মেয়েটা বেশ কয়েক বার সরে যাবার চেস্টা করলেও আরো ধাক্কা লাগার ফলে চুপচাপ সেখানে দাঁড়িয়ে ইতস্তত করতে থাকে... এভাবে লোক টার কান্ড ক্রিয়া চলে পুরা ১ ঘন্টা... বাস গুলশান থামলো...বহুক্ষন কিছু বলিনাই কারন এই পর্যন্ত বহু বার আমি একলাই এসব এর প্রতিবাদ করছি...তার আগে অনেক মেয়েরা কিছু বলতেই পারেনা...আমি নামলাম... নামার আগে লোকটাকে ছেলেদের সাইডে আসতে বলে নেমে গেলাম... আমার এই অভিজ্ঞ্যতা গুলো প্রায় প্রতিদিনের... সবাই দেখেও কারো কিছু যায় আসেনা... আমি দেখতে পেলে মনে হয় এখানে আমার ও আপন কেউ থাকতে পারতো... তখন কি আমি চুপ থাকতে পারতাম...... আমরা ছেলেরা এখনো পশু হয়ে যাইনি... আপনারাও আশা করি এরকম পরিস্থিতিতে প্রতিবাদ জানাবেন...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.