আমাদের কথা খুঁজে নিন

   

রোজায় ত্বকের যত্ন (ভাইয়াদের প্রবেশের দরকার নাই)

মেহরিন সাদিয়া সুমি

. . . . রোজায় সারাদিন কোনো ফল না খাওয়ার ফলে মুখে একটা রুক্ষভাব চলে আসে। যা দেখলে মনে হয় অসুস্থ। রোজার সময় এই রুক্ষতায় হাত ও ত্বকের পরিচর্যা করা জরুরি। ত্বক পরিচর্যার কিছু বিশেষ দিক জানিয়েছেন বিউটি এক্সপার্ট আফরোজা কামাল- * রোজার সময় আমাদের ঘরে ফলমূল থাকে। সব ফল থেকে এক পিস করে রেখে তা পেস্ট করে মুখে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

* যাদের ত্বকে ডার্ক সার্কেল পড়ে যায়, তারা মধুর সঙ্গে টমেটো পেস্ট করে মুখে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। * চোখের নিচের কালো দাগ দূর করতে গমের অঙ্কুর, শসা, আলু পেস্ট করে চোখে দিয়ে ২০ মিনিট রিল্যাক্স হয়ে শুয়ে থাকুন। এরপর ধুয়ে ফেলুন। * শুষ্ক ত্বকের জন্য অ্যাভোকাডো, ৪/১ চা চামচ টক দই, সঙ্গে এক স্লাইস আপেল ব্লেন্ড করে পুরো মুখে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। * তৈলাক্ত ত্বকের জন্য অ্যাভোগার্ডো, অরেঞ্জ জুস, টক দই মিশিয়ে মুখে দিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

* জোজোবা স্ক্রাবের সঙ্গে টক দই এবং ডিমের সাদা অংশ ভালোভাবে মিশিয়ে ২০ মিনিট রেখে ক্লিন করুন। * ঠোঁটের ক্ষেত্রে গোলাপের পাপড়ির রস, মধু মিশিয়ে লাগালে ঠোঁটে পিঙ্ক টোন আসবে। * গ্লিসারিনের সঙ্গে পানি মিশিয়ে ঠোঁটে ব্যবহার করুন। * চুলের জন্য সপ্তাহে একদিন হেয়ার প্যাক লাগাতে পারেন। একটা কলা, টক দই, পেঁপে ভালোভাবে ব্লেন্ড করে ওয়েল ম্যাসাজের পর মাথায় লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

এতে চুলের গোড়া শক্ত হবে এবং চুলে উজ্জল ভাব আসবে। * অ্যাভোকাডো (আগোরা ও নন্দনে পাওয়া যায়) সঙ্গে টক দই, ডিমের সাদা অংশ, ১ চামচ অলিভ অয়েল ও ১ চামচ মেয়নেজ ব্লেন্ড করে চুলে লগিয়ে ৩০ থেকে ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.