আমাদের কথা খুঁজে নিন

   

এটিএম মেশিনে কার্ডের বদলে আঙুলের শিরা!

আমি ভাই জিপসী মানুষ । বাংলাতে যাকেবলে যাযাবর । আমি অলটাইম রাস্তা-ঘাটে থাকি । এখান-সেখান ঘুরে বেড়াই । সমাজের হাল-চিএ অবলোকন করি আর ভাবি ।

আজ এ জগতে থাকি তো কাল ওজগতে,আজ মামার বাড়ী কাল চাচার বাড়ী। কখনো বিজনেস করি কখনো জব । কখনো পড়াশোনা করি কখনো......শ

সম্প্রতি জানা গেছে, ইউপরোপে প্রথমবারের মতো বায়োমেট্রিক এটিএম পদ্ধতি চালু হয়েছে। জানা গেছে, এতে টাকা তোলার সময় কেবল আঙুল স্পর্শ করলেই চলবে। খবর সিএনএন-এর।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, পোল্যান্ডে কোঅপারেটিভ বিপিএস ব্যাংক ‘ফিঙ্গার ভেইন’ প্রযুক্তির এটিএম চালু করেছে। এ পদ্ধতিতে প্রচলিত এটিএম কার্ডের বদলে ফিঙ্গারপ্রিন্টও নয়, বরং আঙুলের শিরা স্ক্যান করা হয়। আর এ পদ্ধতিটি উদ্ভাবন করেছে জাপানের টেক জায়ান্ট হিটাচি। হিটাচি এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই পদ্ধতিতে একটি ইনফ্রারেড লাইট আঙ্গুলের মধ্যে দিয়ে যায় এবং এর মধ্যে থাকা মাইক্রো ভেইন বা ক্ষুদ্র শিরাগুলোকে শনাক্ত করে। তারপর আগে থেকেই সংরক্ষণ করে রাখা প্রোফাইলের সঙ্গে মিলিয়ে দেখে এবং ব্যক্তির পরিচিতি যাচাই করে।

এদিকে হিটাচি এর নিরাপত্তা বিষয়ক প্রধান পিটার জোনস জানিয়েছেন, সাধারণ ফিঙ্গারপ্রিন্টের বদলে শিরা স্ক্যান করা অধিক নির্ভরযোগ্য পদ্ধতি। আর এ পদ্ধতিতে ১০ লাখে ১ টিরও কম ভুল হবার আশংকা থাকে। চোখের আইরিশ স্ক্যানের মতোই এ পদ্ধতিটি কার্যকর। সুত্র

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.