আমাদের কথা খুঁজে নিন

   

অভিজাত মহলে ভালবাসা থুক্কু Love দুই প্রকার: Love এবং True Love

বড়ই আছানক....

আমাদের মধ্যে এক ধরণের অভিজাত শ্রেণী আছে যাহারা পিতার টাকার বদৌলতে মারাত্মক ফ্যাশন সচেতন। তাহাদের চেনার আরেকটি ভাল উপায় হল কথ্য ভাষায় যে শব্দটির সুন্দর বাংলা আছে, কোতাকুতি করিয়া তাহারা তার ইংরেজি বলিয়া থাকে এবং মনে করে ইহাতে তাহাদের আভিজাত্য বৃদ্ধি পাইল। বলার সময়ে তাহারা গলা চাপিয়া রাখিয়া বিশেষ সুরে বলে (আমিও ইহা ভাল রপ্ত করিয়াছি, যদিও গোত্রবুক্ত নই)। বক্তব্য অপ্রাসঙ্গিক হইয়া যাই তেছে, পাঠক মহলের কাছে আশাকরি বিশেষ এই অভিজাত শ্রেণীর পরিচয় তুলিয়া ধরিতে পারিয়াছি। মূল বক্তব্যে আসি, মাধ্যমিক জীবন জেলা সদরে সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে পার করিয়া উচ্চ মাধ্যমিকে গেলাম রাজধানীর নামকরা এক মহাবিদ্যালয়ে যেখানে উল্লেখিত অভিজাত মহলের বিয়াফক দাপট এবং নারী পুরুষ একত্রে অধ্যয়ন করে।

আমার অভিজাত এ সহপাঠীরা ভালবাসা বলিতে কিছু চিনেনা, তাহারা চিনেন Love। সেই Love আবার দুই প্রকার: Love এবং True Love। Love এবং True Love এর মধ্যে আসমান জমিন নয় ইহকাল পরকাল পার্থক্য। “আমি তোমাকে Love করি” বলাটা তাহাদের কাছে যতটা সহজ “আমি তোমাকে True Love করি” বলাটা নাকি ততটাই কঠিন। শুধু Love একটু হালকা মাত্রার জিনিস (সময় ক্ষেপন-সময় ক্ষেপন ভাব), কিন্তু True Love বিষয়টা বিপরীত মেরুর বিষয়।

Love এর দৌড় যেখানে বেনসন পর্যন্ত শেষ, True Love সেখানে ইয়াবা পর্যন্ত যেতে পারে। প্রশ্ন হতে পারে আমি হঠাৎ এ বিষয়ে চিন্তা করি কেন, উত্তর ত্রিভুজ। আমার এক সহপাঠী সেখানে অভিজাত এক বালিকার সহিত মনের বন্ধনে আবদ্ধ হয়েছে। সে বালিকাকে আবার Love/True Love করত এক অভিজাত বালক। আমার সহপাঠীকে সাইজ করা সে বালকের কাছে কঠিন কিছু নয়।

যে দিন ঐ বালক আমার কাছে কথা গুলো বলে, আমার প্রশ্ন ছিল তুমি কিছু বলনা/ করনা কেন। উত্তর ছিল, “থাকনা, ওরা একে অপরকে True Love করে, আমার উচিত হবেনা এই matter টাই কোন problem create করা। তাছাড়া আমার আরও Lover আছে। ” কত রঙ্গ দেখাইবাগো মাওলা.............!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.