আমাদের কথা খুঁজে নিন

   

নিজের ওয়েবসাইট বানানো - ১ ( অবুঝ প্রাপ্তবয়স্ক এবং শিশুদের উপযোগী টিউটোরিয়াল)

এখন যেখানে লিখি : http://shorob.com/author/yaad/

আপনি প্রোগ্রামিং এর কিছুই জানেন না এবং আগামীতেও জানার কোন সম্ভাবনা নেই। কিন্তু আপনার মনে অনেক ইচ্ছা নিজে নিজে একটা ওয়েব সাইট অথবা ব্লগ সাইট বানাবেন (যেখানে আপনি একাই একশ )। এই কাজের জন্য নেটে হাজার হাজার টিউটোরিয়াল আছে। এমনকি এই ব্লগেও প্রচুর পোস্ট আছে। তাহলে আবার কেন লিখতে বসলাম এ সব নিয়ে?? কারণ যারা ঐসব টিউটোরিয়াল দেখেও কিছু বুঝতে পারেন না, অথবা, দু-চার লাইন পড়ে মাথা ঘুরায় , তাদের জন্য এই পোস্ট।

এই টিউটোরিয়াল দেখে স্কুলের বাচ্চারাও ওয়েবসাইট বানাতে পারবে। একদম শিশুদের উপযোগী করে লেখা! ) তাই বলে দুই লাফ দিয়ে আমরা ওয়েবসাইট বানানো শুরু করবো না। যথাসম্ভব ব্যাখ্যা করে সামনে যাবো। বুঝার সুবিধার্থে বাস্তবজীবনের সাথে তুলনা করে পুরো টিউটোরিয়াল বর্ণনা করা হবে। চেষ্টা করবো এ বিষয়ক তথ্যগুলো এমন ভাবে লিখতে যেন আপনি সহজেই অনেক কঠিন বিষয় বুঝতে পারেন।

.............. ধরে নিলাম, আপনি কিছুই পারেন না, কিছুই জানেন না। কিন্তু জানার ইচ্ছা আছে। আপাতত আপনার এ ইচ্ছাটুকুই যথেষ্ট। মানসিকভাবে প্রস্তুতি রাখুন নতুন কিছু শেখার, তাহলেই পারবেন। .............. এটা পরিচিতি মূলক পোস্ট .............. মনে করি, ওয়েব সাইট বানানোর এই কাজে আপনার কোন টাকা-পয়সা খরচ করার ইচ্ছা নেই আপাতত।

প্রথমত, আপনার ওয়েবসাইটের একটা ঠিকানা লাগবে। যার নাম 'ডোমেইন এড্রেস। ' আপনার বাসার ঠিকানা দেখে মানুষ যেমন আপনাকে খুঁজে পায় অথবা, মোবাইল নাম্বার দেখে কল করে, তেমনি ডোমেইন নেম দিয়ে আপনার ওয়েবসাইট অন্যরা খুঁজে পাবে। ধরুন, আপনার নিজের কোন মোবাইল নাম্বার নেই , কিন্তু আপনি চান মোবাইল দিয়ে মানুষের সাথে যোগাযোগ করতে। তাহলে কি করবেন? আশেপাশের কারো থেকে মোবাইল থেকে কল করবেন অথবা বাসার অন্য কারো নাম্বার আপনার বন্ধুকে দিয়ে বলবেন, সেখানে কল করে আপনাকে ডাকতে।

এখন, আপনার ডোমেইন কেনার ইচ্ছা নেই, কিন্তু ডোমেইন দরকার। সুতরাং আপনাকে শরণাপন্ন হতে হবে এমন কোন দয়াবানের কাছে যে আপনাকে ফ্রীতে ডোমেইন দিবে। এ রকম দয়াবান প্রতিষ্ঠান অনেক আছে। তাদের স্বার্থ কী? যে ডোমেইন আপনাকে দিবে তার সাথে সে প্রতিষ্ঠানের নাম-ধাম থাকবে। এ রকম একটা কোম্পানি হলো http://www.co.cc এখান থেকে ফ্রীতে কোন ডোমেইন নিলে তার শেষে .co.cc থাকবে।

ডোমেইন নিয়ে সামনের পোস্ট গুলো তে আরো কথা থাকবে, এটা যেহেতু পরিচিতি মূলক পোস্ট তাই আর কিছু লিখলাম না। ............ এখন আমরা জানবো ওয়েব হোস্টিং নিয়ে। আপনার ওয়েবসাইটে আপনি যে সব কন্টেন্ট বা উপাদান (লেখা, ছবি, গান, ভিডিও ) রাখতে চান সেগুলোকে এমন কোন জায়গায় রাখতে হবে যেন কেউ আপনার ওয়েবসাইট ভিজিট করলেই সেগুলো দেখতে পায়। একটু বাস্তবজীবনে আসুন । বিয়ের অনুষ্ঠান ক্লাব অথবা কমিউনিটি সেন্টারে কেন হয়? কারণ, সেখানে অনেক মানুষের জায়গা দেয়া সম্ভব হয়, খাবার-দাবার এর আয়োজন ভালোমত করা যায় এ রকম আরো কিছু ব্যাপার।

বিয়ের অনুষ্ঠানে ঐ কমিউনিটি সেন্টারকে আপনি বাসার মত করে ব্যবহার করেন, যদিও সেটা আপনার নিজের জায়গা না, ভাড়া নিয়েছেন মাত্র। ওয়েব হোস্টিং হুবহু একই রকম একটি ব্যাপার। আরেকজনের হার্ডডিস্ক আপনি নিজের ওয়েবসাইটের জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করবেন, বিনিময়ে তাকে টাকা-পয়সা দিতে হবে। (ফ্রীতেও রাখার ব্যবস্থা আছে, চিন্তার কিছু নেই)। নিজের পিসি থাকতে আরেকজনের হার্ডডিস্কে আপনি জিনিসপত্র রাখবেন কেন?? কেন? কেন? কারণ তার পিসিতে থাকবে: ১. Highspeed internet ২. আপনার কল্পনার বাইরের ডিস্ক-স্পেস।

৩. সর্বাধুনিক কম্পিউটার নিরাপত্তা ৪. ২৪ ঘন্টা বিদ্যুত ৫. উন্নত অপারেটিং সিস্টেম সাথে আরো অনেক High-tech জিনিসপত্র। যাদের বাসায় পর্যাপ্ত সুযোগ-সুবিধা আছে তারা যেমন নিজের বাসায় বিয়ের আয়োজন করেন, তেমনি আপনি চাইলে নিজের পিসিতেই ওয়েবহোস্টিং করতে পারেন। কি কি থাকতে হবে সেটাতো বুঝতেই পারছেন! এই পর্ব এখানেই শেষ। সামনের পর্ব গুলোতে যা যা থাকবে: অ্যাপাচি, MySQL, FTP .......................... নিজের ওয়েবসাইট বানানো - ২ যে কারো পরামর্শ সাদরে গ্রহণ করা হবে। কোন তথ্য উপস্থাপনে ভুল আছে মনে হলে অবশ্যই বলবেন।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.