আমাদের কথা খুঁজে নিন

   

অবশ্যই একজন ঈশ্বর আছেন, কিভাবে একজন কুখ্যাত নাস্তিক পরিনত হলে আস্তিকে।

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

Antony Garrard Newton Flew একজন ব্রিটিশ ফিলোসফার। একসময় নাস্তিকতাবাদের প্রচারে প্রচন্ড রকম সক্রিয় ছিলেন। তার মতে শ্রষ্টার কোন প্রমান না পাওয়া গেলে একজনকে নাস্তিকতায় বিশ্বাস করা উচিত। তিনি মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাসী ছিলেন না। ২০০৪ সালে নাস্তিকতা ছেড়ে ঈশ্বের বিস্বাসী হলেন।

বই লিখলেন, অবশ্যই একজন ঈশ্বর আছেন, কিভাবে একজন কুখ্যাত নাস্তিক পরিনত হলে আস্তিকে। Flew অক্সফোর্ড, এবারডিনম কিল এবং টরেন্টোর ইয়র্ক ইউনিভার্সটিতে শিক্ষকতা করিয়েছেন। Flew বলেন যে, ইদানিংকালের বিভিন্ন বৈঞ্জানিক আবিস্কার ঈশ্বরের অস্তিত্ব তাকে ক্রমশ: বিশ্বাসী করে তুলেছে। Intelligent Design মতবাদটিকে তার আগের চাইতেও আকর্যনীয় মনে হয়েছে। তিনি এরিষ্টটেলিয়ান গডের ধারনাটিকে সমর্থন করেন।

". ২০০৪সালে তিনি সেক্যুলার ওয়েবের Richard Carrierকে একটি চিঠিতে লিখেন যে, ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের প্রধান প্রমানটি হল DNAথেকে প্রথম reproducing species এর উত্পত্তির ব্যখ্যাদানে naturalistic theory ব্যর্থতা...ঈশ্বরকে আমি এর প্রধান কারন বিসাবে মনে করি। Carrier কে লেখা আরেকটি চিঠিতে তিনি বলেন যে, deity কিংবা 'super-intelligence' নেচারের জটিলতা এবং জীবনের উত্সের ভাল একটি explanation এবং আমি মনে করি যে এটা আমার বোকামী ছিল যে প্রথম জীবের উদ্ভবের পর তার যে reproduction ক্ষমতা থাকে, তার কোন ভাল মতবাদ থাকতে পারে তা বিস্বাস না করা। তিনি মনে করেন যে এব্যপারে Richard Dawkins তাকে বিভ্রান্ত করেছেন। তিনি দাবী করেন Dawkins " কখনোই তাকে production of a theory of the development of living matter এর ব্যপারে কোন তথ্য দেন নি ২০০৭ সালে একটি বইতে তিনি প্রশ্ন তোলেন, ইদানিং কালের বিভিন্ন গবেষনা দেখা গেছে যে, physical universe খুব কম সময়ই দিতে পেরেছে theories of abiogenesisকে। তিনি আরো যোগ করেন, "The philosophical question that has not been answered in origin-of-life studies is this: How can a universe of mindless matter produce beings with intrinsic ends, self-replication capabilities, and "coded chemistry"? Here we are not dealing with biology, but an entirely different category of problem." .......অসমাপ্ত http://en.wikipedia.org/wiki/Antony_Flew


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.