আমাদের কথা খুঁজে নিন

   

আপনার উইন্ডোজ কম্পিউটারের স্টার্ট মেনুকে আরও গতিময় করে তুলুন!!! (কোন প্রকার সফটওয়্যার ছারা)

আমি শুধু তোমাকেই ভালবাসি অনেক আঁধার আমাকে ছিন্নভিন্ন করেছে। নীল হয়েছে আমার শিরা উপশিরা । তবু - তবু, আমি শুধু তোমাকেই ভালবাসি । তোমাকেই শুধু তোমাকেই -

আমাদের কম্পিউটারের Windows-XP, Windows-Vista ও Windows7 এর Start মেনুতে কোন ফাইল খুজতে গিয়ে অনেকটা বিরক্তির শিকার হতে হয়, কেননা ফোল্ডার বা ফাইলগুলো খুব ধিরে ধিরে ওপেন হয়। এ ছোট্ট একটা সমস্যার সমাধান দেওয়ার জন্য আমার আজকের এই পোষ্ট।যদিও এটা অনেকের জানা থাকতে পারে, তবুও যারা জানেন না তাদের জন্য এই লেখাটা কাজে আসবে বলে আসা করি। প্রথমে Start মেনু থেকে Run -এ ক্লিক করুন regedit লিখে OK দিন এখন HKEY_CURRENT_USER > Control Panel > Desktop-এ গেলে ডান পাশে MenuShowDelay নামে একটি ভ্যালু পাবেন এখন MenuShowDelay-তে ডাবল ক্লিক করুন MenuShowDelay-তে ডাবল ক্লিক করে Value data-এর ঘরে 0 বসিয়ে OK দিন এবং উইন্ডো থেকে বেরিয়ে আসুন। কাজ শেষ, এখন কম্পিউটার রিস্টার্ট দিন না দিলে আসল পরিবর্তনটা বুঝতে পারবেন না। তাই কম্পিউটারটি রিস্টার্ট করুন এবং Start মেনুতে গিয়ে দেখুন কি রকম গতি!!! আসা করি পোষ্টটি আপনাদের ভাল লেগেছে..... লেখাটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভাল থাকুন সবসময়... Click This Link "http://www.mainuddin.tk/2010/08/blog-post_09.html"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.