আমাদের কথা খুঁজে নিন

   

যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত



যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত মিজান রহমান, ঢাকা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী ১৫ আগস্ট রোববার যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে পালিত হয়েছে। সকালে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুর“ হয় দিবসের কর্মসূচি। এদিন ছিলো সরকারি ছুটি। সব সরকারি ও আধা সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

আয়োজন করা হয় আলোচনা সভার। দিনটি উপলক্ষে সকালে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। তখন সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল বঙ্গবন্ধুকে গার্ড অফ অনার প্রদান করে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তারা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

এরপর শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এর কিছুক্ষণ পর শেখ হাসিনা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর বঙ্গবন্ধুর ধানমণ্ডি ৩২ নম্বরের বাসভবনে যান। সেখানে পঁচাত্তরের ১৫ অগাস্ট যে সিঁড়িতে বঙ্গবন্ধুর লাশ পড়ে ছিলো সেখানে গোলাপের পাপড়ি ছড়িয়ে দেন তিনি। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও ছিলেন। তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে ফাতেহা পাঠ করে মোনাজাত করেন। পরে প্রধানমন্ত্রী বাসার একটি কক্ষে বসে কোরআন তেলাওয়াত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানী কবর¯’ানে যাওয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে মানুষের ঢল নামে। বিভিন্ন সংগঠন সারিববদ্ধভাবে পুস্পস্তবক অর্পণ করে। শেখ হাসিনা বনানীতে তার মা, ভাই, ভাইয়ের স্ত্রীসহ ১৫ অগাস্ট নিহতদের কবরে পুস্পমাল্য অর্পণ করেন।

সেখানেও তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং ফাতেহা পাঠ করেন। শেখ রেহানা এ সময় তার সঙ্গে ছিলেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্র ও সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, মহাজোটের শরিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায়। সাংসদদের জন্য উন্নয়ন বরাদ্দ কেনো অবৈধ নয় কারণ দর্শাও মিজান রহমান, ঢাকা ¯’ানীয় উন্নয়নের জন্য দেশের প্রত্যেক সাংসদকে ১৫ কোটি টাকা করে বরাদ্দের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সিদ্ধান্ত কেনো অবৈধ ঘোষণা করা হবে না-সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। ১৬ আস্ট সোমবার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবির“শ্বানের বেঞ্চ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চেয়ারম্যান আনোয়ার“ল হক বাবলুর একটি রিট আবেদনে এ আদেশ দেয়।

পাশাপশি ওই আসনের সংসদীয় প্রতিনিধির উন্নয়ন কাজের বরাদ্দের কার্যক্রম চার সপ্তাহের জন্য ¯’গিত করেছে আদালত। সরকারের মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ পাঁচজনকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। গত ১০ মার্চ একনেক এর এক সভায় ¯’ানীয় উন্নয়নের জন্য প্রতি সাংসদকে ১৫ কোটি টাকা করে বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়। এর বৈধতা নিয়ে দায়ের করা রিট আবেদনে বলা হয়েছে, সংবিধানের ৫৯ ও ৬০ অনু”েছদ অনুযায়ী ¯’ানীয় নির্বাচিত প্রতিনিধি ¯’ানীয় উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করবে। একনেকের এই সিদ্ধান্ত সংবিধানের ওই অনু”েছদ দুটির লঙ্ঘন।

আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ আলী। কাওড়াকান্দি-মাওয়া র“টে ফেরি বন্ধ মিজান রহমান, ঢাকা কাওড়াকান্দি-মাওয়া নৌর“টে সোমবার সকালে একটি ফেরি ডুবোচরে আটকা পড়ায় এই র“টে সব ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে দুই ঘাটে শত শত যানবাহন আটকা পড়েছে। বিআইডব্লিউটিসি’র মাওয়া জোনের এজিএম মো.আশিক্জ্জুামান জানান, রানীগঞ্জ নামের একটি ফেরি সোমবার সকালে নাওডোবা চ্যানেলে ডুবোচরে আটকা পড়ে। ফলে সকাল ৮ টার দিকে এই র“টে সকল ফেরি বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও জানান, রানীগঞ্জ ফেরি আটকা পড়ার আগে রোববার রাত ৮ টার দিকে রো রো ফেরি ভাষা শহীদ বরকত নাওডোবা চ্যানেলে ডুবোচরে আটকা পড়ে। এর ফলে রোববার রাত ১১ টায় কাওড়াকান্দি-মাওয়া নৌর“টে সকল ফেরি বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, “ডুবোচরে আটকে পড়া ফেরিটি রাত ৩ টার দিকে উদ্ধার করার পর ফেরি চলাচল আবার শুর“ হয়। কিš‘ সকালে রানীগঞ্জ ফেরি চরে আটকা পড়ায় পুনরায় এই র“টে ফেরি বন্ধ করে দিতে হয়েছে। ” তিনি আরও বলেন, “এ কারণে দুই ঘাটে অনেক যানবাহন আটকা পড়েছে।

” পাচঁচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. আসাদুল ইসলাম বলেন, “ফেরি চলাচল না করায় ঘাটে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। কোন ধরনের বিশৃংখলা যাতে না ঘটে সেজন্য ঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ” সিএনজি স্টেশন প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ মিজান রহমান, ঢাকা বিদ্যুত কেন্দ্রে উৎপাদন বাড়াতে গ্যাস সরবরাহের জন্য সোমবার থেকে প্রতিদিন ৬ ঘন্টা সারা দেশের সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর সোমবার বলেন, “বিদ্যুত কেন্দ্রে গ্যাস সরবরাহ এবং গৃহ¯’ালি কাজে গ্যাসের চাপ বাড়াতে সারা দেশের সিএনজি স্টেশনগুলো সোমবার থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ”প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এ স্টেশনগুলো বন্ধ থাকবে জানিয়ে তিনি বলেন, “গত বৃহস্পতিবার বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

”স্টেশনগুলো নির্দিষ্ট সময়ে বন্ধ থাকছে কি না তা তদারকিতে একটি তদারকি কমিটি গঠন করা হবে বলে জানান হোসেন মনসুর। এছাড়া একই কারণে স¤প্রতি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এভাবে প্রতিদিন ৬ ঘন্টা করে স্টেশন বন্ধ থাকলে মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই সরকারের কাছে এ সিদ্ধান্ত পুর্নবিচেনার আহ্বান জানা”িছ। ” ইতোমধ্যে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর অধ্যায় ৮ (৩) (খ) অনুযায়ী সাময়িকভাবে সারাদেশে সব সিএনজি ফিলিং স্টেশন সোমবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে।

এই সিদ্ধান্ত বাস্তবায়নে ভিজিল্যান্স টিম অভিযান পরিচালনা করবে। সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি ষ্টেশন মালিকদের বির“দ্ধে সংযোগ বি”িছন্নসহ শাস্তিমূলক ব্যব¯’া গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। ডিসিসি কর্মকর্তার আত্মহত্যার চেষ্টা মিজান রহমান, ঢাকা সিটি কপোরেশনের (ডিসিসি) এক কর্মকর্তা সোমবার ভোরে বনানীর নিজ বাসায় তার বৈধ অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যার চেষ্টা চালান। শহিদুর রহমান (৫৩) নামের ওই কর্মকর্তার অব¯’া এখন আশংকাজনক। তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলশান জোনের পুলিশের সহকারি কমিশনার নূর“ল আলম জানান, শহিদুর রহমান বনানীর নগর নিবাসের ২১/২ নম্বর ভবনের ‘সি’ নম্বর ফ্লাটে পরিবারের সদস্যদের নিয়ে থাকেন। ১৬ আগস্ট সোমবার ভোররাতে সেহরীর পর তিনি ড্রইং র“মে জায়নামাজে বসে নিজের লাইসেন্স করা পিস্তল মাথায় ঠেকিয়ে গুলি করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে ভর্তি করায়। নূর“ল আলম জানান, শহিদুর রহমান ডিসিসির টার্মিনাল ম্যানেজার। প্রায় এক বছর আগে তাকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

গত মার্চ মাসে তার স্ট্রোক হয়। এরপর তার এক হাত এক পা অবশ হয়ে যায়। ওএসডি করার পর থেকে তিনি হতাশায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন। শহিদুর রহমানের অস্ত্রটি জব্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। সিরাজগঞ্জে সকল র“টে বাস বন্ধ মিজান রহমান, ঢাকা অবৈধ নছিমন-ভটভটি ও হিউম্যান হলার বন্ধের দাবিতে এবং শ্রমিক লাঞ্চিত হওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জে সকল র“টে বাস চলাচল বন্ধ রয়েছে।

সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন সোমবার ভোরে বাস চলাচল বন্ধ করে দেয়। এর আগে তারা রোববার জেলার অভ্যন্তরীণ সিরাজগঞ্জ-কাজিপুর এবং সিরাজগঞ্জ-এনায়েতপুর দু’টি র“টে বাস বন্ধ করে দেয়। হঠাৎ বাস বন্ধ হওয়ায় ঢাকা ও উত্তরাঞ্চলগামী শত শত যাত্রী বিপাকে পড়েছে। বিক্ষুব্ধ বাস চালক-শ্রমিক ও নেতারা সিরাজগঞ্জে বিভিন্ন মোড় ও সি.এন.জি গ্যাস ষ্টেশনের সামনে অব¯’ান নিয়ে সি.এন.জি চালিত অটোরিক্সা চলাচলে বাঁধা দেওয়ায় যাত্রীদের দুর্ভোগ আরো বেড়ে গেছে। ¯’ানীয় প্রশাসন এখনও তাদের দাবির বিষয়টি আমলে নেয়নি বলে শ্রমিক নেতারা জানান।

সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. নাসির উদ্দিন বলেন, “অবৈধভাবে চালিত এসব ভটভটি ও হিউম্যান হলার চালকরা দীর্ঘদিন ধরে বাস-শ্রমিকদের ওপর নির্যাতন করে আসছে। বিষয়টি ¯’ানীয় প্রশাসনকে অবহিত করা সত্বেও কোন ব্যব¯’া গ্রহণ না করায় তারা এ ধর্মঘট ডেকেছেন। ” তবে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনির“জ্জামান মনি জানান, শ্রমিকদের এ আন্দোলনের সাথে বাস মালিক সমিতির কোন সম্পৃক্ততা নেই। এদিকে নছিমন-ভটভটি ও হিউম্যান হলার মালিক-শ্রমিকদের অনেকেই বলেছেন, জেলার বিভিন্ন র“টে বাস মালিক-শ্রমিকরা দীর্ঘদিন থেকে যাত্রীদের জিম্মি করে রেখেছে। তাদের যানবাহনকে অবৈধ বলা হলেও জেলার বিভিন্ন র“টে চলাচলকারী বেশিরভাগ বাস, কোচ ও মিনিবাসেরই কোন কাগজপত্র নেই।

হোটেলে তর“ণীর রহস্যজনক মৃত্যু মিজান রহমান, ঢাকা রাজধানীর গুলশান থানা এলাকার একটি আবাসিক হোটেলে এক তর“নীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তর“নীর নাম সীমা (২৬) বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। গুলশান থানার উপপরিদর্শক ফয়জুল আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বনানী লডস্ ইন নামের এই আবাসিক হোটেলের কয়েকজন কর্মচারি সোমবার ভোর ৬টার দিকে অসু¯’তার কথা বলে ওই তর“নীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে দেখার পর মৃত বলে জানায়। ফয়জুল আজিম জানান, হোটেলে ওই তর“নীর সঙ্গে আর কেউ ছিল কিনা এই বিষয়টি এখানো পরিস্কার নয়।

তার মৃত্যু কিভাবে হলো এটাও হাসপাতালে কেউ ঠিক মতো বলছে না। প্রাথমিক ভাবে জানা গেছে, তার নাম সীমা, বাবার নাম জয়নাল আবেদিন, বাড়ী নরসিংদীর মীরপুরে। কিš‘ মৃত্যুর সনদপত্রে তাকে অজ্ঞাত হিসাবে উল্লেখ করা হয়েছে। পুলিশ কর্মকর্তা বলেন, পুরো বিষয়টি রহস্যজনক এবং এ ব্যাপারে তদন্ত চলছে। মাহমুদুরের বির“দ্ধে আদালত অবমাননার আরও একটি অভিযোগ মিজান রহমান, ঢাকা দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বির“দ্ধে আদালত অবমাননার আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী রিয়াজউদ্দিন খান ও কাজী মইনুল হাসান সোমবার আপিল বিভাগে এই অভিযোগ দায়ের করেন। প্রধান বিচারপতি মো. ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের ৬ বিচারপতির বেঞ্চ এই অভিযোগটির ওপর সংক্ষিপ্ত শুনানি করেন। আদালত আবেদনকারীদের কৌশুলি অতিরিক্ত এটর্নি জেনারেল এম কে রহমানকে উদ্দেশ্য করে বলেন, “এটি একটি আলাদা অভিযোগ। নতুন করে আদালত অবমাননার আবেদন দায়ের করতে হবে। আদালত মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি করেন।

গত ১০ মে ‘স্বাধীন বিচারের নামে তামাশা’ শিরোনামে আমার দেশ পত্রিকায় মাহমুদুর রহমান নিজ নামে একটি মন্তব্য প্রতিবেদন প্রকাশ করেন। এম কে রহমান শুনানিতে বলেন, “গত ২১ এপ্রিল ‘চেম্বার মানেই সরকার পক্ষে স্টে’ শিরোনামে দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ধারাবাহিকতায় মাহমুদুর রহমান এই মন্তব্য প্রতিবেদন লিখেছেন। ” এম কে রহমান মন্তব্য প্রতিবেদন আদালতে উপ¯’াপন করে বলেন, “এটিও আদালত অবমাননার ধারাবাহিকতা। ” আদালতে শুনানি হওয়ার পর এম কে রহমান সাংবাদিকদের বলেন, “সোমবারের মধ্যেই নতুন করে আদালত অবমাননার আবেদন দায়ের করা হবে। ” শুনানির সময় মাহমুদুর রহমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

খাগড়াছড়িতে যুবকের মৃতদেহ উদ্ধার খাগড়াছড়ি শহরের পানখাইপাড়ার কাছে পর্যটন কেন্দ্র নিউজিল্যান্ডে রাস্তার পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খাগড়াছড়ি মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, যুবকের নাম মো. সেকান্দর ওরফে সেকান (২২)। পেশায় রিকশাচালক। বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারীতে। সে খাগড়াছড়ি শহরের কলেজগেট এলাকায় ভাড়া বাসায় থেকে রিকশা চালাতো।

ওসি বলেন, “মৃতদেহে অনেকগুলো ছুড়িকাঘাতের চিহ্ন রয়েছে। তার রিকশাটি রাস্তার পাশে কাত হয়ে পড়ে থাকা অব¯’ায় পাওয়া যায়। ” এএসপি সার্কেল মো. মাহফুজ বলেন, “এ ব্যাপারে তদন্ত শুর“ হয়েছে। একটি অপমৃত্যু মামলা দায়েরের প্র¯‘তি চলছে। ” পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

মেহেরপুরে চরমপš’ী কমান্ডার খুন মেহেরপুরের গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামে রোববার গভীর রাতে চরমপš’ীদের হাতে খুন হয়েছে চরমপš’ী কমান্ডার আতিয়ার রহমান (৪০)। ১৬ আগস্ট সোমবার সকালে গাংনী থানা পুলিশ বানিয়াপুকুর-যুগিরগোফা সড়কের পীততলা মাঠের রাস্তার পাশ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে। গাংনী থানার ওসি মতিয়ার রহমান জানান, আতিয়ার দীর্ঘদিন ধরে চরমপš’ী সংগঠন এমএল লাল পতাকার আঞ্চলিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। আতিয়ার বানিয়াপুকুর গ্রামের জমির উদ্দীনের ছেলে। মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে আতিয়ারের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

ওসি মতিয়ার রহমান বলেন, “চরমপš’ী সন্ত্রাসীদের আন্ত:কোন্দলের জের ধরে সে খুন হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হ”েছ। “তার নামে গাংনী থানায় হত্যা, চাঁদাবাজি ও বোমাবাজির ৪টি মামলাসহ অনেক অভিযোগ রয়েছে। ” এদিকে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রবিউল ইসলাম (৪৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। তার বাড়ি বানিয়াপুকুর গ্রামে। খুলনায় প্রকাশ্যে গুলি করে ইউপি চেয়ারম্যানকে হত্যা খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান সরদার আবু সাঈদ বাদলকে (৪০) দিনে দুপরে প্রকাশে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

সোমবার বেলা পৌনে ১১টার দিকে ফুলতলা উপজেলা পরিষদের কাছে দুই যুবক খুব কাছে থেকে তাকে গুলি করে। আশঙ্কাজনক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফুলতলা থানার কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক মানিক দাস জানান, দামোদর ইউনিয়ন পরিষদের পরপর তিনবার নির্বাচিত চেয়ারম্যান বাদল বেলা পৌনে ১১টার দিকে ফুলতলা উপজেলা পরিষদের সামনে খুলনা-যশোর মহাসড়ক হয়ে মটরসাইকেলে খুলনার দিকে যা”িছলেন। পথিমধ্যে উপজেলা পরিষদের অদূরে কামাল খাঁর ইট ভাটার কাছে দুই যুবক বাদল চেয়ারম্যানকে ডাক দেয়।

তাদের ডাকে সাড়া দিয়ে তিনি মটরসাইকেল থামান। সাথে সাথে দুই যুবক একদম কাছে থেকে বাদলকে গুলি করে চলে যায়। এলাকাবাসী এগিয়ে এসে বাদলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. দিদার“ল আলম শাহীন তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত মার্চ মাসে বাদল চেয়ারম্যানের ছোট ভাই ফুলতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু খুলনা থেকে ফুলতলায় নিজ বাড়ী ফেরার পথে নগরীর বাদামতলা এলাকায় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের কাছে তার প্রাইভেট কার লক্ষ্য করে বোমা নিক্ষেপ ও গুলি বর্ষণ করে সন্ত্রাসীরা। এতে আলউদ্দিন মিঠু গুর“তর আহত হন। এছাড়া বাদলের পিতা সরদার আবুল কাশেমকে ১৯৯৮ সালের ১৮ জুন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। বিদ্যুতের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ বিদ্যুতের দাবিতে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে এলাকাবাসী। সোমবার বেলা ১১টা থেকে প্রায় ১২টা পর্যন্ত অবরোধ চলাকালে বাজারের দুদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বাঘের বাজার এলাকার বাসিন্দা বাবুল হোসেন প্রধান বলেন, “দিনে-রাতে ১০/১২ঘন্টা লোডশেডিংয়ের ফলে অতিষ্ঠ হয়ে মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। ” মাওনা-চৌরাস্তা হাইওয়ে থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) আলতাফ হোসেন জানান, অবরোধকারীরা মাওনা-চৌরাস্তা আঞ্চলিক বিদ্যুত কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মহিউদ্দিনের অপসারন ও সার্বক্ষণিক বিদ্যুত সরবাহের দাবিতে মহাসড়কে মিছিল ও সভা করে। এ সময় যানবাহন চলাচলেও বিঘœ ঘটে। পুলিশ বিদ্যুত বিভাগের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানান আলতাফ হোসেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.