আমাদের কথা খুঁজে নিন

   

অপেক্ষা ও সমাপ্তি

অথচ কথা ছিল উন্মুক্ত প্রান্ত ধরে রোদ্দুর কে ঢেকে দিয়ে ঝর উঠবে। বাতাস ছুয়ে যাবে শিউলি, বকুল কে। আচল হয়ে উরবে মেঘ, ঢেকে দেবে দূর প্রান্তের তাল গাছটাকে যেমন করে বধু আনত ছুয়ে দেয় ভালবাসাকে।

তখন সবে পথে ছুটতে শুরু করেছি, হিমালয়ের গভীর পাঁজর থেকে। বুকে সবে হাটু জল জমেছে।

এমনি এক দিনে এক কিশোরীর সাথে দেখা। তার চোখ দুটো মনে হল আমার সবটুকু জল ছিনিয়ে নিয়ে দীঘির মত টল টল। এই প্রথম আমি বুঝলাম সুন্দরকে দেখার পরে বুকের মধ্যে সব হারানোর হাহাকার। আমার সমস্ত অস্তিত্ত দিয়ে কায়মনে প্রার্থনা করেছিলাম সে আমার হাটুজলে একটু পা ডোবাবে। হতাশ হয়েছি, যখন দেখি সে কি যেন ভেবে গেল ফিরে!!! তারপর আবার ছুটে চলা!! আবার দেখা হল তার সাথে, তখন আমি ধেয়ে চলা নদী, উত্তাল শ্রোত মাতিয়ে, চোখ রাঙ্গিয়ে, সব সৃষ্টিকে চুরমার করে ছুটছি নতুন সৃষ্টির মাতলামিতে।

এমনি এক সন্ধ্যায় দেখেলাম তাকে। আমার তীরে তখন সন্নাসীদের ইতস্তত আনাগোনা, শাঁখ আর শংখ মিলে আমাকে খেপিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে। তুমি এসে বসেছিলে তীরে। শ্রোত আর গতি ভুলে আমি অপেক্ষায়, এবার তুমি হয়ত ছুয়ে দেবে আমাকে। শুধু পা ডোবালে তুমি!! আমিতো আরো বেশি কিছু চেয়েছিলাম! আবার দেখেছিলাম তোমাকে।

মানুষ গুলোকে তখন আমি ঘৃনা করতে আরম্ভ করেছি, কারন ওরা আমাকে বাঁধতে চাইছে। আমি তখন নিস্ফল ক্রোধে ফুঁসছি। এ সময় তাকে দেখলাম, এ যেন অনেক ব্যাথার পর একটুখানি উপশম। ভেবেছি তুমি আমাকেই দেখতে চেয়েছিলে! আর কিছু না হোক এবার তো আমার বুকে তুমি নৌকো দুলিয়ে ওপাড়ে যাবে। কিন্ত আবারো তুমি ফারাক্কা মাড়িয়ে পলকেই চলে গেলে।

সব আশা যেন শেষ, এমনি মনে হয়েছিল। মানুষ যেভাবে বাঁধছে আমাকে, আমি কি পারব আবার ছুটে ছুটে তোমার চলার পথে দাঁড়াতে? শরতের এক সকাল, তুমি যেন আমার সব ইচ্ছেগুলকেই পুরণ করবে পণ করেছো! আমি নিজেকেই বিশ্বাস করতে পারছিলামনা! অনেক টা পথ মারিয়ে তুমি নামলে আমার বুঁকে! কত কত জন্ম অপেক্ষার পর!! নিশঃব্দ প্রান্তরে ছপ ছপ শব্দের ঢেউ তুলে যেন দুহাতে নির্জনতাকে ঠেলে দিল কেউ অনেক দূরে। তুমি দুহাত বাড়িয়ে যেন আমাকে ভুলিয়ে দিতে চাইছো যে আমি আর প্রমত্তা নই। বড় অসময়ে এসেছিলে! ক্যান্সারের মত বড় বড় চর বুকে নিয়ে আমি যৌবনেই কাছে টেনেছি জীর্ণতাকে। আমার প্রত্যাশাকে বাস্তবে টেনে এনেছিলে তুমি কিন্ত আমি যে এ বেলায় তোমার চেনা সেই প্রমত্তা নেই, জরাজীর্ণ।

আমাকে দেখে তোমার ঘৃণা হয়নি জানি, কিন্ত আমি তো জানি আমাকে নিয়ে আর কেউ কবিতা লেখেনা!!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.