আমাদের কথা খুঁজে নিন

   

ডেস্টিনি নিয়ে সবার ই কাহিনি আসে, আমার একটা না দিলে ক্যামন হয়

সাধারণ মানুষ, কিন্তু এই দেশে সাধারণের দাম নেই

আজকের ব্লগে ডেসটিনি হল প্রধান আলোচ্য বিষয়, তাই ভাবলাম আমারো একটা কাহিনি শেয়ার করি। ডেসটিনি সম্পর্কে আমি আগে থেকেই জানি, অনেকেই আমারে ফাদে ফেলার চেষ্টা করসে মাগার পারে নাই। কিছু দিন আগে, আমার এক ক্লাসমেট ( দেখতে ভোলা ভোলা ) ক্লাসের ফাকে আমাকে বলে যে আমি নেট এ কি করি। উল্লেখ্য আমি নেট থেকে উপার্জন করি, যাই হোক আমি বললাম যে নেট থেকে কিছু আয়-রোজগার করি। তো সে জানতে চাইলো ক্যাম্নে করি, আমি আবার আবাল পাব্লিকদের এসব বোঝাই না, তাই এরিয়ে গেলাম।

কিছুক্ষন পর সে আমারে কয় যে সেউ নাকি একটা ব্যাবসা করতেসে যাতে ভালো টাকা পয়সা ইনকাম হয়। আমি জানতে চাইলাম কি ধরনের ব্যাবসা? সে বলে এডভারটাইসিং। ভাল কথা, আমি জানতে চাইলাম কিসের এডভারটাইসিং? সে আমারে খলা খুলি কিছু বলে না ( বলব ক্যাম্নে, বললে আগেই ধরা খেয়ে যাবে)। যা হোক সে আমারে কইল যে আমাকে নাকি সে নিয়ে যাবে সেখানে, আমার নাকি ভালো লাগবে। আমি ঘাপলা বুঝতে পারছিলাম, কিন্তু ধরতে পারছিলাম না।

তো কথা মতো আমারে একদিন বৃষ্টি ভেজা দিনে হাটাইয়া নিয়ে গেল জিগাতলার দিকে, অনেক গলি ঘুপচি দিয়া নিয়ে জাচ্ছে, আমি ভাব্লাম আমারে মার্ডার করবো নাকি , তাউ গেলাম সাহোস করে, কিছুক্ষন যাউয়ার পর দেখলাম অন্ধকার এক যায়গা ৬ তলা বাসা, একদম ৬ তলার ছাদে গিয়ে উঠলাম ( আমারে বইলা আনসিলো অফিস এ যাবে), আমি দেখলাম টিনের চাল দেয়া কয়েকটা ঘর, সেখানে কিছু চেয়ার আর টেবিল, কাগজপত্রের বালাই অ নাই। আমারে নিয়া বসাইলো, একটু পর এক পোলা আইলো , ইন করা টাই পরা, আমি তখনো বুঝতে পারতেসিলাম না কাহিনি কি, কারোন আমার মতো আরো কিছু বেকুব ওখানে ছিল, যাই হোক, তাই পরা পোলাডা আমার সাথে হ্যান্ডশেক করল, নাম পরিচয় বলল, তার পর হঠাৎ কইরা জিগাইলো " আচ্ছা আপনি বড় হয়ে কি হতে চান?" আচমকা এই টাইপের প্রশ্ন দেখে আমি ভরকে গেলাম, তার পর অনেক কাহিনি শোনাল, বিভিন্ন মনিষি, ব্যাবসায়ী, নেতা ইত্যাদি, আমি তখন কিছুটা ধরতে পারসি, আর আমার সাথে আমার যে ক্লাস মেট , সে আমারে উৎসাহ দিতে লাগ্লো, এর পর রীতিমত ডেস্টিনির পাব্লিকরা জা করে আর কি, কাগজে কলমে বঝালো ডাইন হাত, বাম হাত, পিএসডি, ডাইমন্ড আরো কত কি, আমাকে পথ দেখালো কিভাবে আমি ফ্ল্যাট, গাড়ীর মালিক হব অল্প দিনে। আমি এতক্ষন বিরক্তিকর কথা বাত্রা শোনার পর অই টাই পরা ছাগুর কাছে জানতে চাইলাম, আপনাদের কোম্পানির নাম কি? সহজে কইতে চায়না, আমিও ছারিনা, কইতেই হইবো, শেষ মেস কইল আমাদের এটা ডেস্টিনি - ২০০০, আমিও বুঝলাম। যাই হোক আমাকে তারা তাদের প্রোডাক্ট সমর্কে কইল, কিসের জেনো তেল, ইন্ডিয়ার ফাউল ব্র্যান্ড ভিডিওকন । ও তার পর গাছ লাগানোর কথা কইলো, এখন একটা গাছ লাগালে ১২ বছর পরে নাকি আমি ২৫০০০ টাকা পাবো, ( শালারে চরাইতে ইছে করলো কথাটা সুইনা) ১২ বছর পর ২৫০০০ টাকার ভালু আর এখনকার ২৫০০০ তাকার ভালু সম্পর্কে জানতে চাইলাম, তারা পরিষ্কার এরিয়ে গেলো, যাই হোক, সে আমাকে বললো, তাদের নিয়ে লোকে অনেক কথা বলে, এসব ঠিক না, এসব লোকদের বানোয়াট হেনতেন।

আমি তখন বললাম, আপনাদের গাছ নিয়ে তো মামলা হইসে, আপ্নারা বন দখল করে গাছ চুরি করসেন, এই কথা বলার পর সে বলে " আসলে কেউ ভালো কাজ করতে চাইলে তাকে বাধা দেবেই মানুষ, এসব কথায় আমরা কান দেই না" তার কাছে দেখলাম পেপার কাটিং ও আসে ( পাব্লিকরে বোকা বানানোর জন্য) আমাকে তাদের ফিউচার প্রজেক্ট দেখালো, বড় বর ইন্ডাস্ট্রি তারা করবে, গাছ লাগাবে, বাংলাদেশ কে বদলে দেবে হেনতেন। শেষে এসে আসল কথা টা কইল, আমাকে নাকি ১৫০০০ টাকা দিয়ে গাছ না কি বাল কিনতে হবে, তারপর আমি ডেস্টিনির সদস্য বলে বিবেচিত হব, ( মনে চাইল সালাকে লাথি মারি সাথে আমার ক্লাস মেট তাকেউ) রাগ সংজম করে আমি শান্ত ভাবে বললাম এতা তো সম্ভব না। সব বোলচাল শেষে আমাকে বলে " তাহলে এখন সাইন আপ টা করে ফেলেন" আমারে জোর কইরাই সাইন আপ করাবো, আমি বললাম, না আমি করো না, আমি পরে ভেবে আপনাকে জানাবো, হেউ ছারেনা, বলে ' এখন সাইন-আপ করলে কিছু হবেনা, তাকা পরে দিলেউ হবে ( আমি মনে মনে কইলাম, টাকা তোমার পিছন দিয়া দিবো) কোনো মতে অখান থেকে সরে পরলাম, সাথে এলো আমার ক্লাস মেট টাউ, যাউয়ার পথে বার বার বলে, সাইন-আপ টা করে গেলে পারতা, শালা আমার হাতে ঘুশি খায় নাই সেদিন, বেচে গেসে। ২-৩ দিন আগে ক্লাস এ জিজ্ঞাস করলাম, তোমার ডেস্টিনির খবর কি? সে বলে " যাই না অনেক দিন, যেতে হবে দেখি" সেউ ধরা খাইসে, মুখ লজ্যার জন্যে আর আমারে কিছু কইতে পারলো না। যাই হোক এই ডেস্টিনি নামটাউ নিতে ঘেন্না লাগে, শালাদের কাপর চপর খুলে রাস্তায় নামানো উচিত।

বহুত মানুষের খুতি করসে শালারা, আর সব চেয়ে মজার ব্যাপার হলো, যারা ডেস্টিনি তে আছে, ৯৮% ফকিন্নির পোলাপান, কারন এরাই ডেস্টিনির জালে প্রথম ধরা দেয় টাকার জন্যে ( ফকিন্নিদের টাকার লোভ বেশি থাকে) পোস্ট তা আপনাদের বোর করলে সরি, কিন্তু দেখলাম সবাই যখন তাদের কাহিনি লিখছে আমিও লিখি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.