আমাদের কথা খুঁজে নিন

   

তোমায় দিলাম (মহীনের ঘোড়াগুলি-ঝরা সময়ের গান)

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

শহরের উষ্ণতম দিনে পিচগলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস, তোমায় দিলাম আজ... ।। আর কি বা দিতে পারি.. পুরোনো মিছিলে, পুরোনো ট্রামেদের সারি.. ফুটপাত ঘেষা বেলুন গাড়ি সুতো বাধা যতো লাল আর সাদা ওরাই আমার থতোমতো এই শহরের; রডোডেন্ড্রন... তোমায় দিলাম আজ..................................... আর কি বা দিতে পারি..... পুরোনো মিছিলে, পুরোনো ট্রামেদের সারি.. ফুটপাত ঘেষা বেলুন গাড়ি সুতো বাঁধা যতো লাল আর সাদা ওরাই আমার থতোমতো এই শহরের; রডোডেন্ড্রন... তোমায় দিলাম আজ......... কি আছে আর-- গভীর রাতের নিয়ন আলোয়- আলোকিতো যতো রেস্তোরার সব থেকে উঁচু ফ্লাট বাড়িটার সব থেকে উচুঁ ছাদ----------- তোমায় দিলাম আজ......... পারবোনা দিতে, ঘাসফুল আর ধানের গন্ধ স্নিগ্ধ যা কিছু দুহাত ভরে আজ ফুসফুস খোঁজে পোড়া ডিজেলের আজন্ম আশ্বাস-------------------- তোমায় দিলাম আজ...... শহরের কবিতার ছবি সবিই.. তোমায় দিলাম আজ...... আর কি বা দিতে পারি..... পুরোনো মিছিলে, পুরোনো ট্রামেদের সারি.. ফুটপাত ঘেষা বেলুন গাড়ি সুতো বাঁধা যতো লাল আর সাদা ওরাই আমার থতোমতো এই শহরের; রডোডেন্ড্রন... তোমায় দিলাম, তোমায় দিলাম, তোমায় দিলাম; তোমায় দিলাম, তোমায় দিলাম, তোমায় দিলাম... ------------------------------------------------------------------- -------------------------------------------------------------------

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।