আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি তোমায় ছুঁলাম আমি,অতলে ডুব দিলাম.. বৃষ্টি তোমায় যখন ছুঁলাম….

একুয়া রেজিয়া

খুব ছোটবেলা তে আমি বৃষ্টি হলেই হাত তালি দিতাম, অনেক দিন এমন হয়েছে আমার মন খারাপ হলেই বৃষ্টি হয়েছে, আকাশ কেঁদেছে... ফ্যাকাশে হয়ে গেছে... তারপর অবাক করা কোন রংধনু এসে সব আলোকিত করে দিয়েছে আমার ভাল লাগে বৃষ্টি ভেজা সুর, হুট করে আসা ঝুম বৃষ্টি… মাঝে মাঝে মনে হয় সব কিছু এলোমেলো লাগছে, নিজেকে খুঁজে পাইনা আমি।নিজের এক অন্য স্বত্তা কে অনুভব করি। গাছের পাতার মাঝে জমে থাকা এক বিন্দু পানির মত। কতো দিন কেটে গেছে আমি প্রান ভরে সোঁদা মাটির ঘ্রান নেইনি। কিংবা কোনো ভেজা মাটিতে পায়ের ছাপ ফেলিনি… এক পশলা বৃষ্টি এসে আমার মাইনাস পাওয়ার এর চশমার কাঁচ ঘোলাটে করে দেয়নি। আকাশের পাংশুটে মেঘ দেখে আমি কতো দিন অপেক্ষা করেছি, বিড়বিড় করে আউড়েছি আমার প্রিয় কবিতার লাইন গুলো, “আজ বৃষ্টি নামুক শহর জুড়ে…. ভিজবো আমি তোমায় নিয়ে” আর…আর অপেক্ষা করেছি প্রথম বৃষ্টির… আমি তো অবিরাম বৃষ্টি চাই, নিজের কান্নাগুলো লুকানোর জন্য, নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য, নির্ভার হওয়ার জন্য, বৃষ্টি শেষে রংধনু তে যেমন প্রকৃতি আরো সবুজ হয়ে যায়, ঠিক তেমনি করে আরো গাঢ় প্রানবন্ত আরো সতেজ হওয়ার জন্য। বৃষ্টি আর বৃষ্টি সিক্ত আমি....... I am an ocean, I am the sea There is a world inside of me...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.