আমাদের কথা খুঁজে নিন

   

বুয়া সমাচার।

আমার জান্‌লা দিয়ে আমার পৃথিবী

অবশেষে আমি পাইলাম!ইহাকে পাইলাম!!পাঠকগন আপনারা আবার অন্ন কিছু যেন ভাববেন না। আমি যা পাইছি তা বহু সাধনার পর আর তা হল একটা বুয়া। বাংলাদেশে বুয়ার যে এত অভাব আগে আমার জানা ছিলনা। গত ১ মাস যাবত পাগলের মত তাকে খুজছি এবং খুজার পর যা একটা পেলাম তার কত চাহিদা তার তো কোন ব্যাস-পরিধি নাই। মুখে যা আসে যাকে বলে আর কি!! প্রায় পনের দিন যাবত তাকে ফোনের পর ফোন করে তার সিডিউল পেলাম তারপরও তার দেখা নেই।

অতপর জানলাম সে পাশের বাসায় কাজ করে এর পর যাদের বাসায় কাজ করে তাদের একজন কে বললাম যখন তিনি আসবেন আমাকে যেন একটা মিসকল দেয়। এর পর তারা কয়েক দিন অবশ্য কল দিতে ভুলে গেছে কিনতু আমরা ভুলিনি। তারপর ও তার খবর নেই এ দিকে আমাদের পাকের ঘরে ময়লার পিরামিড হয়ে যাইতেছে কি করি ভেবে হই দিশাহারা অবশেষে সেই বাসায় গেলাম এবং তাকে অনুরোধ করলাম আসার জন্য আমাদের যেন সে প্রাণে না মারে!! দুইদিন কেটে গেল আসার নাম নাই। কি করি কি করি করতে করতে দিন যায়। অতপর গতকাল(মিস কল দাতা বলল আপু গেল গেল তাড়াতাড়ি আসেন আর অমনি ..... ছুট) আবার গেলাম তাকে সশরীরে একদম হাজির করব এই ভাবনা মাথায় নিয়া।

গিয়ে দেখি সে নাই পাশের বাসায় চলে গেছে। সেখান থেকে তাকে ধরে আনলাম বললাম চলেন না গেলে খবর আছে(যদিও সে না গেলে আমারই বেশী খবর হবে তারপর ও মনের দুরবলতা মুখ দিয়ে বল হিসেবে বের করলাম) তার পর সে রাজী হল। আমি বললাম রাজী হইলে হবেনা আগে চলেন। সে অনেক অনুরোধ করে বলল সে আসবে তবে কালকে থেকে। তারপর চলে আসলাম এবং তার পথ পানে চেয়ে দিন পার করতে থাকলাম।

অবশেষে আজকে সে আসছে আর তাকে দেখেই আমার দিলটা কুল হইছে!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।