আমাদের কথা খুঁজে নিন

   

অতঃপর বুয়া ফিরলেন



২২ দিনের এক বিশাল ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার সময় করতে হল টিকেট কাটার জন্য যুদ্ধ, লন্ঞ ওঠার জন্য যুদ্ধ, এদিকে আবার অসহনিয় ভিড় আর CNG চালিত বেবির নিজেদের মনমত ভাড়া আদায়ের প্রতিযগিতা। অতঃপর ঢাকায় ফেরা! এসে দেখি আর এক মহা বিপদ আমাদের বুয়ার এখনো ঈদের ছুটি শেষ হই নাই। সৌভাগ্য জনিত কারনে তিনি আমাদের গৃহ ত্যাগের সময় তার সাথে যোগাযোগের জন্য ২! টা কন্টাক্ট নাম্বার দিয়েছিলেন। এবার শুরু হল ফোন বিরম্বনা। আমি কথপকথনের কিছু অংশ প্রকাশ করলাম ১। হ্যালো বুয়াকে একটু ফোন দেয়া যাবে? > কোন বুয়া ??- ২। ২য় নাম্বার...হ্যালো বুয়াকে একটু ফোন দেয়া যাবে? > আমি অহন ট্রেনো পরহে ফন দেন ............ বহু কষ্টে বুয়ার নাম মনে করা হল তারপর চললো ওনাকে ফোনে পাওয়ার অপেক্ষা। অতঃপর ওনার ভাই, শাশুরি, দেবর, পাশের বাড়ির খালা, মামার কান ঝালাপালা করে বুয়াকে পেলাম। এরপর অপেক্ষা আর অপেক্ষা... বহু কষ্টে তিনি আসলেন আমাদের বাসায় । অতঃপর অপেক্ষার সমাপ্তি ঘটল........... !!!এই হল আমার বাড়ি ফেরা কাহিনী!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।