আমাদের কথা খুঁজে নিন

   

সকল ব্লগার এবং পাঠকদের প্রতি উদাত্ত আহবান



- বছর ঘুরে আবারো মাহে রমজান আমাদের মাঝে ফিরে এসেছে। আমরা যারা মুসলমান তারা এই মাসটাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে থাকি। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হল যে মানুষটা অন্য মাসে চাররাকাত নামায না পড়ে সময় নষ্ট করে সেই মানুষটা গভীর রাত্রে উঠে সেহরী খায় রোজা রাখবার জন্য । সারাদিন সবার সামনে এবং অজ্ঞাতে খাবার খাওয়া থেকে। এবং সারাদিন রোজা রাখার পর আবার প্রচুর সময় নিয়ে তারাবীহর নামায আদায় করে থাকে।

অথচ কোথাও কোন পুলিশ এজন্য নিয়োগ করা হয়নি্ । শুধুমাত্র স্বতস্ফুর্ত অংশগ্রহণই এব বিশাল আয়োজন কে সম্পন্ন করে। জিবরাঈল আ. আল্লাহর পক্ষ থেকে দোয়া করলেন, যে লোকটা রমযান পেলো অথচ নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না তার জন্য ধ্বংস। রাসুল সা. বললেন, আমীন। এইমাস টা আমাদের জন্য তাই অতীব গুরুত্বপূর্ণ।

শুধু তাই নয় , এরপরবর্তী মাসসমূহে এই মাসের ফলাফল কাজে লাগানো দরকার। সেই লোকগুলো তো বড়ই দূর্ভাগা যারা মুষলধারে বৃষ্টিতে মজা করে ভিজলো। অথচ যখন পানির তৃষ্ণায় যখন কাতর হয়ে পড়ল তাদের কাছ এক ফোটাও পানি নেই । এই রহমতের মাসকে আমরা তাই এমনিতেই ছেড়ে দিতে পারি না। তাই সকল ব্লগার এবং পাঠকদের প্রতি ৩ টি আবেদন এই রমযান মাসের জন্য।

১. অন্তত একবার পবিত্র কুরআন শরীফ সম্পূর্ণ অর্থসহ পড়ার চেষ্টা করি। ২. প্রত্যেক ওয়াক্ত নামায জামায়াতে আদায়ের চেষ্টা করি। ৩. কারো সাথেই কোনোভাবে ঝগড়াবিবাদ এবং নোংরা গালাগালিতে যোগ না দিই। কেউ ঝগড়া করলে সাথেই সাথেই তাকে বলে দিই আমি রোজাদার। আল্লাহ আমাদের সিয়াম পালনের তৌফিক দিন আমীন শেষে রমজানের একটা গানের অংশবিশেষ: আকাশে মেঘের দেশে বাকা চাঁদ মুচকি হাসে আনন্দে মেতে ওঠে তাইতো সবার প্রাণ নাজাতের বাণী নিয়ে এলোরে রমযান ঈমানী জীবন গড়ার এই সময় পাবে না হয়তো তুমি মিথ্যে নয় গুণাহের পাহাড় গুলো করো না খান খান


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.